মল্লিকার্জুন খাড়গে ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন সোনিয়ার কাছে
আর কিছুদিনের মধ্যেই হতে চলেছে কংগ্রেসের সভাপতি পদে নির্বাচন। এবারের নির্বাচনে গান্ধি পরিবারের কোন সদস্য অংশগ্রহণ করছেন না। তবে কংগ্রেস সভাপতি পদে নির্বাচন নিয়ে প্রথম থেকেই শুরু হয়েছে জাতীয় রাজনীতিতে বিতর্ক। কংগ্রেস সভাপতি পদে প্রথমে অশোক গেহলটের অংশগ্রহণ করার কথা ছিল। কিন্তু তাঁর অনুরাগীদের ব্যাপক বিক্ষোভের ফলে পিছিয়ে যান অশোক গেহলট। জানিয়ে দেন, তিনি এই নির্বাচনে অংশগ্রহণ করবেন না। তার মধ্যেই কংগ্রেস সভাপতি পদে নির্বাচনে অংশগ্রহণ করেন দক্ষিণের সাংসদ শশী থারুর। গতকাল তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া, কংগ্রেস হাইকমান্ডের পছন্দ বর্ষীয়ান নেতা মল্লিকার্জুন খাড়গে এই নির্বাচনে অংশগ্রহণ করবেন। এবং সেই কারণেই তিনি রাজ্যসভার বিরোধী দলনেতার পদ থেকে ইস্তফা দিলেন। সূত্রের খবর, ইতিমধ্যেই মল্লিকার্জুন খাড়গে তাঁর ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন সোনিয়া গান্ধির কাছে। কার্যত ‘এক ব্যক্তি, এক পদ’ নীতি অনুযায়ী মল্লিকার্জুন খাড়গে এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এখন প্রশ্ন হল, মল্লিকার্জুন খাড়গে বিরোধী দলনেতার পদ থেকে সরে দাঁড়ানোর পর এবার সেই জায়গায় কে আসবেন? একাধিক নাম নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে ব্যাপক জল্পনা।