নির্বাচনের আগে এক মঞ্চে মমতা-অভিষেক
বৃহস্পতিবার ৫০ দিন পূর্ণ করল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার যাত্রা। গত ২৫ এপ্রিল কোচবিহার থেকে শুরু হয়েছিল এই কর্মসূচি৷ লক্ষ্য ছিল পঞ্চায়েতের জন্য প্রার্থী নির্বাচন এবং তৃণমূল স্তরে সাংগঠনিক মেরামতি৷ সেই যাত্রাই ৫০ দিন পূর্ণ করছে আজ৷ আজ নিজের লোকসভা কেন্দ্রেই এদিনের নবজোয়ার কর্মসূচি সারবেন অভিষেক। আগামিকাল কাকদ্বীপে শেষ হবে কর্মসূচি।
সূত্রের খবর, আজই ডায়মন্ড হারবারে পৌঁছে যাচ্ছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামিকাল কাকদ্বীপের মঞ্চে যোগ দেবেন তিনি৷ পঞ্চায়েত ভোট ঘোষণার পরে এই প্রথমে এক মঞ্চে দেখা যাবে মমতা-অভিষেককে। অভিষেকের পাশাপাশি নবজোয়ার যাত্রার শেষ দিনে বক্তব্য রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। প্রসঙ্গত, এর আগে ইংরেজবাজার ও শালবনিতে অভিষেকের জনসংযোগ যাত্রায় যোগ দিয়েছিলেন মমতা। পাত্রসায়রে ভার্চুয়ালি সভাও করেছিলেন।
মমতা স্বয়ং এই যাত্রায় অংশ না নিলেও, তাঁর সজাগ দৃষ্টি যে ৬০ দিন ব্যাপী এই কর্মসূচিতে থাকবে, তা এই ট্যুইটের মাধ্যমে বুঝিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরবর্তী সময়ে ইংরেজবাজার হোক বা শালবনি, নবজোয়ার যাত্রা কর্মসূচি নিয়ে ব্যাপক উৎসাহ দেখা গিয়েছিল নেত্রীর মধ্যে। বিভিন্ন সময়ে তাঁর বক্তব্যেও এই রাজনৈতিক সমাবেশের উল্লেখ ছিল। দুর্নীতি ইস্যুতে বিরোধীরা যখন কার্যত কোণঠাসা করার চেষ্টা করছিল শাসকদলকে। সেই সময়ে এই রাজনৈতিক কর্মসূচি শুরু করে তৃণমূল কংগ্রেস৷
রাজ্যে সামনে পঞ্চায়েত ভোট। জোর লড়াই চলছে শাসক বনাম বিরোধীদের৷ এই অবস্থায় কর্মসূচির শেষ দিনে মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা রাখেন সকলের নজর সেই দিকেই৷