ফের একমঞ্চে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়,অভিষেক বন্দ্যোপাধ্যায়
‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচিতে ফের একমঞ্চে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়,অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, চলতি সপ্তাহেই পশ্চিম মেদিনীপুরের শালবনিতে অভিষেকের ‘নবজোয়ার’ কর্মসূচিতে বক্তব্য রাখবেন তৃণমূল সুপ্রিমো। দ্বিতীয় দফায় কর্মসূচি শুরুর পর আগামী শনিবার শালবনি পৌঁছবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই তাঁর সঙ্গে কর্মসূচিতে থাকবেন মুখ্যমন্ত্রী।
সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার এগরা হয়ে যাবেন শালবনিতে। সেখানেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি ‘তৃণমূলে নবজোয়ার’-এ অংশ নেবেন। সম্ভবত সেদিন রাতে সার্কিট হাউসে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরদিন ফিরবেন কলকাতায়। আবার আরেকাংশের মত, শনিবার রাতেই কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী। জেলা কো-অর্ডিনেটর অজিত মাইতি জানিয়েছেন, তাঁদের কাছে খবর এসেছে যে মুখ্যমন্ত্রী সপ্তাহ শেষে পশ্চিম মেদিনীপুরে যাবেন।তবে মুখ্যমন্ত্রীর গোটা সফরসূচি সম্পর্কে এখনও নির্দিষ্ট করে খবর নেই।
এর আগে মালদহে ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচিতে একমঞ্চে দেখা গিয়েছিল মমতা-অভিষেককে। অভিষেকের এই কর্মসূচি নিয়ে ভূয়সী প্রশংসা শোনা গিয়েছিল তাঁর মুখে। এরপর সিবিআই অভিষেককে তড়িঘড়ি তলব করায় তিনি কলকাতায় ফিরলে বাঁকুড়ার পাত্রসায়রের সভায় ভারচুয়ালি বক্তব্য রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তাঁদের দেখা যাবে শালবনিতে।