গুরুত্বপূর্ণ বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়
পঞ্চায়েত নির্বাচনের আগে এবার নজরে ‘উৎকর্ষ বাংলা’। বিভিন্ন শিল্প সংস্থাগুলিতে সরাসরি কর্মসংস্থানের উদ্দেশ্যে কারিগরি শিক্ষা দফতর এই প্রকল্পের পরিকল্পনা করেছিল। বর্তমানে সেই প্রকল্পের কী অবস্থা, তা নিয়েই পর্যালোচনা বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী।উৎকর্ষ বাংলার অধীনে গত বছরের শেষের দিকেই কয়েক হাজার কর্মসংস্থান করেছে রাজ্য। মূলত কারিগরি শিক্ষা দফতরের অধীনে ভোকেশনাল কোর্স পাশ করার পরপরই যাতে উত্তীর্ণ পড়ুয়ারা বিভিন্ন শিল্প সংস্থায় চাকরি সুযোগ পেয়ে যান, তার জন্যই রাজ্য সরকারের তরফে এই প্রকল্প তৈরি করা হয়েছিল।
বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মূলত বিভিন্ন শিল্পপতি ও চেম্বারগুলির সঙ্গে আলোচনা করবেন৷ শিল্প সংস্থাগুলির কোন কোন দিকে নিয়োগের সুযোগ রয়েছে, তা নিয়ে পর্যালোচনা করবেন মুখ্যমন্ত্রী। এর আগেও উৎকর্ষ বাংলার অধীনে কয়েক হাজার উত্তীর্ণ পড়ুয়াকে চাকরির নিয়োগ পত্র তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। মনে করা হচ্ছে, এই দিনের বৈঠকের মাধ্যমে ফের কয়েক হাজার পড়ুয়ার কর্মসংস্থানের বিষয়ে পর্যালোচনা করতে চান তিনি৷