কংগ্রেসের জন্য শর্ত বেঁধে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসের জন্য শর্ত বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মাঝে কংগ্রেস এবং তৃণমূলের সম্পর্কের তিক্ততা চরমে পৌঁছেছিল৷ তবে কর্ণাটকে কংগ্রেসের জয়ের পর পরিস্থিতি অনেকটা বদলেছে৷ কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কংগ্রেসের প্রতি ইতিবাচক বার্তা দিয়েছিলেন৷ এ মাসেই পটনায় নীতীশ কুমারের উদ্যোগে বিরোধী দলগুলির বৈঠকে একসঙ্গে উপস্থিত থাকার কথা মমতা বন্দ্যোপাধ্যায় ও রাহুল গান্ধির৷
তার আগেই এ দিন নামখানার সভা থেকে কংগ্রেসের জন্য শর্ত বেঁধে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্বে অশান্তির জন্য এ দিন বিরোধীদেরই মূলত দায়ী করেছেন মুখ্যমন্ত্রী৷ বিরোধী আঁতাঁতেরও অভিযোগ তুলেছেন তিনি৷
এই প্রসঙ্গেই মমতা বলেন, ‘বলছে বাংলায় শান্তি নেই৷ সিপিএম আমলে কি শ্মশানের শান্তি ছিল? কংগ্রেস অনেক রাজ্য চালিয়েছো৷ সিপিএমের সবচেয়ে বড় দোসর আর বিজেপি-র বড় দোসর৷ আর পার্লামেন্টে আমাদের সাহায্য চাও৷ আমরা বিজেপি-র বিরুদ্ধে সেই সাহায্যও করব, কিন্তু মনে রেখো বাংলায় সিপিএমের সঙ্গে ঘর করে আমাদের কাছে সাহায্য চাইতে আসবে না৷’