হঠাৎ করেই মোটরবাইকে উঠে পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়
দিল্লিতে আন্দোলনরত কুস্তিবীরদের সমর্থনে গত বৃহস্পতিবারই কলকাতার রাজপথে মোমবাতি মিছিলে শামিল হন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিন ময়দানের গোষ্ঠ পালের মূর্তি থেকে মেয়ো রোড-ডাফরিন রোডের ক্রশিংয়ে গান্ধির মূর্তির পাদদেশ পর্যন্ত মোমবাতি মিছিল করেন তিনি৷ কিন্তু, এরই মাঝে মুখ্যমন্ত্রী দেখা যায় মোটরবাইকে সওয়ার হতে৷ যে ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়৷
ভিডিয়োয় দেখা যাচ্ছে তৃণমূল সুপ্রিমো এক নিরাপত্তাকর্মীর মোটরবাইকের পিছনে উঠে বসেন৷ তাঁর পিছনেই দৌড়তে থাকেন তাঁর অন্য নিরাপত্তাকর্মীরা৷ বাইকে বসেই সমর্থকদের উদ্দেশে হাত নাড়েন মমতা৷ এদিন তাঁর মাথায় সাদা হেলমেটও ছিল৷
বিজেপি সাংসদ তথা Wrestling Federation of India (WFI) প্রধান ব্রিজভূষণ সিং-এর বিরুদ্ধে যৌন এবং মানসিক হেনস্থার অভিযোগ এনেছেন সাক্ষী মালিক, ভিনেশ ফোগাত এবং বজরঙ পুনিয়ারা৷ দিল্লিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাঁরা৷ এমনকি, গত ২৮ মে নতুন সংসদ ভবন উদ্বোধনের দিন বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতারও হতে হয় তাঁদের৷ দেশের জন্যপদক আনা কুস্তিবীরদের এমন অবস্থা দেখে নিন্দায় সরব হন নাগরিকদের একাংশ৷