বৈঠকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে
বিজেপি বিরোধী জোটের বৈঠকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। প্রসঙ্গত, বেঙ্গালুরুর এই বৈঠকে হাজির থাকবেন সনিয়া গান্ধি। বেঙ্গালুরু বৈঠকে যা যা নিয়ে আলোচনার সম্ভাবনা, সামনেই সংসদের বাদল অধিবেশন শুরু হতে চলেছে। সেই অধিবেশনে কোন কোন ইস্যুতে কেন্দ্রের শাসকদলকে চাপ দেওয়া হবে।
কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা ও সাম্প্রতিক সময়ে মহারাষ্ট্রের উদাহরণ তুলে আনা হবে। বিজেপি বিরোধিতায় সরব সব রাজনৈতিক দল লোকসভা ও বিধানসভায় এই বিষয়ে ফ্লোর কো-অর্ডিনেশন করতে পারে৷ যেহেতু তৃণমূল কংগ্রেসের একাধিক সাংসদ রয়েছে, তাই এই বিষয়ে তাঁরা সরব হলে, বাকিরা রাজনৈতিক সমর্থন পাবে। এই বৈঠকে এই বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে৷
এর আগে ২০২১ সালে এই বিষয়ে একবার আলোচনার প্রস্তাব তৃণমূল কংগ্রেস দিলেও, তা নিয়ে সে অর্থে উচ্চবাচ্য হয়নি। বৈঠকে আলোচনায় গুরুত্ব পাবে কেন্দ্রের অধ্যাদেশ বা অর্ডিন্যান্স ইস্যু। অরবিন্দ কেজরিওয়ালের দল এই বিষয়ে সকল দলের থেকে সমর্থন চেয়েছে৷ কংগ্রেস তার অবস্থান স্পষ্ট করেনি পটনা বৈঠকে৷ যা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ পায়। আসরে নামেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার কংগ্রেসের বৈঠক রয়েছে। সেখানে এই প্রসঙ্গে আলোচনা হতে পারে৷