You will be redirected to an external website

উৎসবের মরশুম,সোমের বিকেলে মমতা-রোনাল্ডিনহো সাক্ষাৎ

উৎসবের-মরশুম,সোমের-বিকেলে-মমতা-রোনাল্ডিনহো-সাক্ষাৎ

সোমের বিকেলে মমতা-রোনাল্ডিনহো সাক্ষাৎ

একে উৎসবের মরশুম। তারউপর শহরে আরও এক বিশ্ব জয়ী তারকা। দুর্গা পুজোর মধ্যে শহরে ব্রাজিলের কিংবদন্তী বিশ্বজয়ী ফুটবলার রোনাল্ডিনহোর আসা উৎসবের আনন্দ দ্বিগুন করেছে। রবিবার রাতে কলকাতায় পা রাখেন ব্রাজিল তারকা। সোমবার সকাল থেকে নিজের একের পর এক কর্মসূচি সারেন ২০০২-এর বিশ্বজয়ী। 

সোমবার বিকেলে মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে যান রোনাল্ডিনহো। কিংবদন্তী ফুটবলারকে স্বাগত জানাতে শারীরিক অসুস্থতার মধ্যেও বাড়ির বাইরে এসে অপেক্ষা করছিলেন মুখ্যমন্ত্রী। রোনাল্ডিনহো পৌছতেই তাঁকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানান মমতা বন্দ্যোপাধ্যায়। ব্রাজিল তারকাও মুখ্যমন্ত্রীকে উপহার দেন জার্সি। মুখ্যমন্ত্রীর বাড়িতে মিনিট দশেক ছিলেন রোনাল্ডিনহো। দুজনের মধ্যে বশ কিছু বিষয়ে সৌজন্যমূলক আলোচনা হয়।

প্রসঙ্গত, সোমবার সকালে হোটেলে মিট অ্যান্ড গ্রিট সেশনের পর পৌঁছে গেলেন রাজারহাটে R10 অ্যাকাডেমিতে। সেখানে তাঁর নামে তৈরি ফুটবল অ্যাকাডেমির উদ্বোধন করেন ব্রাজিল তারকা। ফুটবালরদের সঙ্গে সময়ও কাটান। একগাল হাসি নিয়ে পর্তুগিজ ভাষায় বললেন, ‘তোমাদের অনেক ধন্যবাদ।’ এছাড়া মন্ত্রী সুজিত বসুর পুজো শ্রীভূমিতে যাবেন রোনাল্ডিনহো। বিশ্বজয়ী তারকা গিেয়ছিলেন ইস্টবেঙ্গল ও মোবনবাগান ক্লাবেও। 

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Ronaldinho:-রোনাল্ডিনহো-অভিষেক-একসঙ্গে-ফুটবলের-ময়দানে,তৃতীয়ায়-বড়-চমকের-অপেক্ষা Read Next

Ronaldinho: রোনাল্ডিনহো-অভিষ...