You will be redirected to an external website

পাটনায় বিরোধী বৈঠকের আগে লালুপ্রসাদের বাড়িতে মমতা

বিরোধী বৈঠকের আগে লালুপ্রসাদের বাড়িতে মমতা

বছর ঘুরলেই লোকসভা ভোটের দামামা বেজে যাবে। আর সেই লড়াইয়ের প্রস্তুতি স্বাভাবিকভাবেই আরও কঠিন, আরও গুরুত্বপূর্ণ। কেন্দ্র থেকে বিজেপি সরকারকে উৎখাত করতে বিরোধীদের একজোট করার যে সলতে পাকানোর কাজ সেই ২০১৯ থেকে শুরু করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, সেই কাজই এগিয়ে নিয়ে যেতে উদ্যোগী জেডি(ইউ) নেতা নীতীশ কুমার। শুক্রবার পাটনায় তিনি বিরোধী বৈঠকের ডাক দিয়েছেন তিনি। আমন্ত্রিত মমতা বন্দ্যোপাধ্যায়ও। সেই বৈঠকে যোগ দিতে বৃহস্পতিবার পাটনা পৌঁছলেন তৃণমূল নেত্রী। আর সেখানে পৌঁছেই তিনি চলে গেলেন আরেক বিরোধী, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের বাড়ি। 

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টা নাগাদ পাটনা পৌঁছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম চলে যান লালুপ্রসাদ যাদবের বাড়িতে। সেখানে তাঁদের স্বাগত জানান বিহারের উপ-মুখ্যমন্ত্রী, লালুপুত্র তেজস্বী যাদব। সঙ্গে ছিলেন রাবড়ি দেবীও। তিনজনকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানানো হয়। বর্ষীয়ান রাজনীতিক লালুপ্রসাদ যাদবের পা ছুঁয়ে প্রণাম করেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

বেরনোর সময় তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ”অনেকদিন পর লালুপ্রসাদজির সঙ্গে দেখা হয়ে খুবই ভাল লাগছে। উনি অনেক দিনের রাজনীতিক। মাঝে তাঁকে জেলে যেতে হয়েছিল। শরীর খুব অসুস্থ ছিল। আজ এসে দেখলাম, ওঁর শরীর অনেকটা ভাল। আমার মনে হয়, বিজেপি বিরোধী লড়াইয়ে এখনও লালুজি অনেক বেশি দাপট নিয়ে লড়বেন। তেজস্বী, রাবড়ি দেবীর সঙ্গে দেখা হয়ে খুব ভাল লাগল।” চব্বিশে লোকসভার লড়াই নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ”বৈঠক তো শুক্রবার। বিরোধীরা সবাই মিলে বসে সব ঠিক করা হবে। ওয়ান ইজ টু ওয়ান ফর্মুলায় লড়াই হবে। 

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Rain-Alert:-বজ্রপাত-সহ-তুমুল-ঝড়-জলের-সতর্কতা-জেলায়-জেলায়! Read Next

Rain Alert: বজ্রপাত-সহ তুমুল ঝড়-...