You will be redirected to an external website

Mamata Banerjee: নাম না করে বিজেপি ‘ঘনিষ্ঠতা’ নিয়ে অধীরকে খোঁচা মমতার

Mamata-Banerjee:-নাম-না-করে-বিজেপি-‘ঘনিষ্ঠতা’-নিয়ে-অধীরকে-খোঁচা-মমতার

নাম না করে বিজেপি ‘ঘনিষ্ঠতা’ নিয়ে অধীরকে খোঁচা মমতার

 নাম না করে মোদি-অধীর যোগসাজশ নিয়ে তোপ দাগলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংসদে কংগ্রেসের দলনেতাকে আগলে রাখেন বলে অভিযোগ করলেন তিনি। অধীরকে বিজেপির ‘বন্ধু’ বলেও কটাক্ষ করলেন মমতা।

মঙ্গলবার মালদহে সভা করেন তৃণমূল সভানেত্রী। ছিল পদযাত্রাও। সভা থেকে বাম-কংগ্রেস-বিজেপির যোগসাজশ নিয়ে তোপ দাগলেন। মমতার কথায়, “লোকসভায় বিরোধী দলনেতাকে দেখেছেন। মোদি তো ওকে বুকে আগলে রাখেন।”

এত বছরে মালদহের দুটি লোকসভা কেন্দ্রে কোনওদিনই জিততে পারেনি তৃণমূল। গত বছর একটি আসন কংগ্রেস ও একটি আসন বিজেপি জিতেছিল। এবার দুটি আসন জিততে মরিয়া তৃণমূল। এবার সেই জেলায় দাঁড়িয়েই প্রদেশ কংগ্রেস সভাপতিকে বিজেপি ‘ঘনিষ্ঠ’ বলে কটাক্ষ করলেন। শুধু তাই নয়, বাংলায় বাম ও কংগ্রেসকে বিজেপির দুটি চোখ বলেও খোঁচা দেন মমতা। তাঁর কথায়, “বাংলায় বিজেপির দুটো চোখ, একটা সিপিএম আরেকটা কংগ্রেস!” একইসঙ্গে তাঁর প্রশ্ন, “লোকসভায় কখনও কংগ্রেসকে বাংলার জন্য় সরব হতে দেখেছেন? তাহলে কেন ওদের জেতাবেন?”

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Yogi-Adityanath:-‘ধর্মের-ভিত্তিতে-সংরক্ষণ-চায়-না-বিজেপি’,-হুঙ্কার-আদিত্যনাথের Read Next

Yogi Adityanath: ‘ধর্মের ভিত্তিতে ...