You will be redirected to an external website

Mamata Banerjee: ‘বিপর্যয় নিয়েও কেন্দ্রের বঞ্চনা’ বিপর্যয় নিয়ে কেন্দ্রকে বিঁধলেন মমতা

Mamata-Banerjee:-‘বিপর্যয়-নিয়েও-কেন্দ্রের-বঞ্চনা’-বিপর্যয়-নিয়ে-কেন্দ্রকে-বিঁধলেন-মমতা

বিপর্যয় নিয়ে কেন্দ্রকে বিঁধলেন মমতা

বিপর্যয়ের পর কেন্দ্রীয় সরকারের সাহায্য পাওয়া নিয়ে এ বার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি এক্স হ্যান্ডেলে একটি দীর্ঘ পোস্ট করে অভিযোগ করলেন বৈষম্যের৷ কেন সিকিমকে সাহায্য দেওয়া হল আর পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের একাধিক জেলা ক্ষতিগ্রস্থ হওয়ার পরেও কেন সাহায্য দেওয়া হল না, সেই নিয়ে প্রশ্ন তুললেন তিনি৷

মমতা এক্স হ্যান্ডেলে লিখলেন, ‘‘সাম্প্রতিক প্রাকৃতিক বিপর্যয়ে যা আমার সিকিমের ভাই বোনেদের আঘাত করেছে, তেমন করেই এই বিপর্যয় আঘাত করেছে আমাদের দার্জিলিং ও কালিম্পংয়ের ভাই বোনেদের উপরেও৷ পশ্চিমবঙ্গের ‘চিকেন নেক’ এলাকাও ভয়ানক ভাবে বিপর্যস্ত হয়েছে৷ যে রাতে হড়পা বান এসে আঘাত করেছে, সেই রাত থেকে আমি সাত দিন ২৪ ঘণ্টা এই নিয়ে কাজ করেছি৷ মানুষকে বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় থেকে বাঁচাতে কাজ করে চলেছে৷ রাজ্য সরকারের পক্ষ থেকে জিটিএ-কে মোট ২৫ কোটি টাকা বিপর্যয়ের জন্য আর্থিক সাহায্য করা হয়েছে৷

তিনি আরও লিখেছেন, ‘‘কিন্তু আমি আমাদের দার্জিলিং, কালিম্পং ও উত্তরবঙ্গের প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার ধরণ দেখে হতবাক হয়ে গিয়েছি৷ এত ভয়ানক বিপর্যয় ও মৃত্যুর পরে কেন্দ্রের এই পদক্ষেপ৷ আমরা সিকিমের পাশে আছি, কিন্তু আমরা এই ভেদাভেদের বিরোধিতা করছি৷

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Madan-Mitra:-ফিরহাদের-পর-এ-বার-মদন-মিত্রের-বাড়িতেও-পৌঁছল-সিবিআই Read Next

Madan Mitra: ফিরহাদের পর এ বার মদ...