You will be redirected to an external website

Mamata Banerjee : একুশের জুলাইয়ের মঞ্চ পরিদর্শনে মমতা,প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখলেন তিনি

Mamata-Banerjee-:-একুশের-জুলাইয়ের-মঞ্চ-পরিদর্শনে-মমতা,প্রস্তুতি-সরেজমিনে-খতিয়ে-দেখলেন-তিনি

একুশের জুলাইয়ের মঞ্চ পরিদর্শনে মমতা

একুশে জুলাইয়ের মঞ্চের প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখলেন তিনি। মূল মঞ্চের নীচে রাস্তার ধারে চেয়ারে বসে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কথাবার্তাও বলতে দেখা গেল মমতাকে।সুব্রত বক্সি, ফিরহাদ হাকিম, উদয়ন গুহ, সায়নী ঘোষ-সহ দলের প্রথম সারির অনেক নেতা-নেত্রী উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। সায়নী ঘোষের সঙ্গে বেশ কিছুক্ষণ কথাও বলতে দেখা যায় মমতাকে।

বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ একুশে জুলাইয়ের সভাস্থল পরিদর্শনে আসেন মমতা। পুলিশ কমিশনার বিনীত গোয়েলও সেখানে উপস্থিত ছিলেন। কলকাতার নগরপালের সঙ্গেও কিছুটা কথা বলে নেন মমতা। তৃণমূলের বর্ষীয়ান নেতা শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গেও মঞ্চের নীচে কথা বলতে দেখা যায় মমতাকে।

কিছুদিন আগেই পঞ্চায়েত ভোট শেষ হয়েছে। ব্যাপক সাফল্য হয়েছে তৃণমূল শিবিরের। জেলাপরিষদে তো বটেই, গ্রাম পঞ্চায়েত ও সমিতিতেও একতরফা জয়। তারপর আগামিকালের একুুশে জুলাইয়ের সভা স্বাভাবিকভাবেই যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল।বেশ কয়েকজন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া একুশে জুলাইয়ের সভামঞ্চের নীচে গান গাইল গিটার হাতে। মুগ্ধ হয়ে শুনলেন মমতা। তৃণমূল সুপ্রিমো নিজেও গিটার তুলে নেন নিজের হাতে।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Earthquake:-আধঘণ্টায়-পরপর-তিনটি-ভূমিকম্প,আতঙ্কে-ঘুম-ভাঙল-জয়পুরের Read Next

Earthquake: আধঘণ্টায় পরপর তিনটি...