You will be redirected to an external website

পিসি গাইবেন ভাইপোর গান মুখ্যমন্ত্রীকে সরাসরি তীর সুকান্তর !

পিসি-গাইবেন-ভাইপোর-গান-মুখ্যমন্ত্রীকে-সরাসরি-তীর-সুকান্তর-!

জনতা আদালতে বিচার হবে মুখ্যমন্ত্রীর । সংগৃহীত ছবি

তৃণমূল সরকারের শপথের এক যুগ পূর্তি উপলক্ষে কেন্দ্রীয় সরকারকে টুইটারে একহাত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা তোপ দেগেছেন বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মমতা টুইটারে যা লিখেছেন তার একাংশে আছে, “কেন্দ্রে কর্তৃত্ববাদী সরকারের এজেন্সি-রাজ আমাদের কাজকে চ্যালেঞ্জিং করে তুলেছে, কিন্তু সারা দেশে লক্ষ লক্ষ মানুষ আমাদের মিছিলে আমাদের সাথে আছে।

সুকান্ত মজুমদার বক্তব্য রাখতে গিয়ে বলেন, ভাইপো কাল ডাক পেয়েছে। হাইকোর্ট ২৫ লাখ টাকা জরিমানা করেছে। ভাইপোর পদে পদে পিসিও যাবে। যেমন অনুব্রত মণ্ডল আর তার মেয়ে। দুই ঘরে পাশাপাশি। এদিকে একটা ব্লক। ওদিকে একটা ব্লক। তিহাড় জেলে বসে বেদের মেয়ে জ্যোৎস্নার গান গাইছে। থালা বাটি কম্বল, জেলখানা সম্বল। অপেক্ষা করুন। পিসি ভাইপোকেও একই গান গাওয়াবো। থালা বাটি কম্বল, জেলখানা সম্বল। পিসি ভাইপো সেই একই গান গাইবে। সেই দিন আসছে। সেই সঙ্গেই তিনি বলেন, ভাইপো দুদিন আগেই বলছিল আমি যদি দুর্নীতি করে থাকি তবে ফাঁসির দড়ি গলায় দিয়ে দেব। আর এখন সিবিআই ডাকছে ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্টে ঘুরে বেড়াচ্ছে। আগে তৃণমূল গান চালাতেন খেলা হবে। এখন তারা আর ওসব গান চালান না। এখন সিবিআই বলছে আয় খেলব তোর সাথে। কিন্তু যাচ্ছে আর না। সিবিআই ডাক পেতেই চলে যাচ্ছে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে গিয়েও বাঁচতে পারবেন না। কারণ কয়লা তোমার পকেটে ঢুকেছে। সিবিআইয়ের জেলে গিয়ে তোমার মুক্তি। ভারতীয় জনতা পার্টি মুক্তি দেবে না।

সেই টুইট যুক্ত করে পাল্টা সুকান্তবাবু লিখেছেন, “জনতা আদালতে আপনার বিচার হবে। বাংলার মানুষ সব দেখছে। ব্যর্থ মুখ্যমন্ত্রী, দুর্নীতির কোনও সহানুভূতি নেই। বাংলার প্রতিটি মানুষ জানে যে আপনি এবং আপনার দলের প্রতিটি 'সম্পদ' গত ১২ বছরে দুর্নীতির চরম শিখরে পৌঁছেছেন। লাগামহীন হিংসা চলছে বাংলার সর্বত্র।”

AUTHOR :

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

কলকাতায়-ঝড়বৃষ্টির-পূর্বাভাস,-ইডেনে-আজ-ম্যাচে-ভিলেন-বৃষ্টি? Read Next

কলকাতায় ঝড়বৃষ্টির পূর্...