You will be redirected to an external website

Mamata Banerjee : রাজ্যপালের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে মুখ খুললেন মমতা

Mamata-Banerjee-:-রাজ্যপালের-বিরুদ্ধে-ওঠা-অভিযোগ-নিয়ে-মুখ-খুললেন-মমতা

রাজ্যপালের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে মুখ খুললেন মমতা

রাজ্যপালের নাম না করে এই ভাষাতেই আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ্যপালের বিরুদ্ধে এক কর্মীর করা শ্লীলতাহানির অভিযোগ প্রকাশ্যে আসে। শুক্রবারের সভা থেকে সেই ইস্যুতেই মুখ খুললেন মমতা। মমতার দাবি, এমন ঘটনা এই প্রথমবার ঘটেনি। এমন অভিযোগ, আগেও এসেছে তাঁর কাছে।

বৃহস্পতিবার রাজ্যপালের বিরুদ্ধে সরব হন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এরপর রাজভবনের তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, চন্দ্রিমা ভট্টাচার্য রাজভবনের কোনও অনুষ্ঠানে প্রবেশ করতে পারবেন না। সেই প্রসঙ্গ টেনে আজ, মঞ্চ থেকে রাজ্যপালের উদ্দেশে মমতা বলেন, “শুনে রাখুন, আমার কাছে আগেও হাজারটা ঘটনা এসেছে। আমি কোনও দিন কোনও কথা বলিনি। কাল মেয়েটির কান্না আমি দেখেছি। ভিডিয়োটা মন দিয়ে দেখেছি।” মুখ্যমন্ত্রী আরও বলেন, “সন্দেশখালি নিয়ে বলার আগে ভেবে দেখুন। ঘরে কাজ করে বলে…। এক বার নয় পরপর দুবার মলেস্টেশন করেছে।”

বৃহস্পতিবার রাতে রাজভবনে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মমতার আগে বর্ধমানে ছিল মোদীর সভা। তাই প্রধানমন্ত্রীর উদ্দেশে মমতা বলেন, “সেখানে তো থেকে এলেন, একটা কথাও তো বললেন না।” মুখ্যমন্ত্রীর দাবি, অভিযোগকারিণী মহিলা ভয় পাচ্ছেন।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Heatstroke:-এক-সপ্তাহে-রাজ্যে-হিট-স্ট্রোক-৩৩-জনের!-দায়ী-প্রবল-গরম Read Next

Heatstroke: এক সপ্তাহে রাজ্যে হ...