You will be redirected to an external website

Mamata Banerjee: '৫টা সার্জারি হয়েছে', পায়ের চোট নিয়ে নবান্নে মুখ খুললেন মমতা

Mamata-Banerjee:-'৫টা-সার্জারি-হয়েছে',-পায়ের-চোট-নিয়ে-নবান্নে-মুখ-খুললেন-মমতা

পায়ের চোট নিয়ে নবান্নে মুখ খুললেন মমতা

পঞ্চায়েতে বিপুল ভোটে জয় পেয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। তার পরেই এদিন নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “আমার ট্রিটমেন্ট ভাল হয়েছে। রেগুলার থেরাপি হয়েছে আমার। ৫’টা সার্জারি হয়েছে। হাঁটাচলার রেস্ট্রিকেশন ছিল। অসুস্থ হলে আরোগ্য কামনা করে। যতই ব্যক্তিগত দূর‍ত্ব থাকুক।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “যাঁরা বিরোধীতা করে সাহায্য করেছেন। সমালোচনা করেছেন। কুৎসা, অপপ্রচার, এজেন্সির ব্যবহার হয়েছে।আমিও বাংলার মানুষ। বিরোধী দলে যখন ছিলাম, অনেক মার খেয়েছি। বিজেপির উগ্র ব্যবহার, সৌজন্য নয়, একটা ভাল কথা বলেনি। 

মমতা বলেন, “ত্রিপুরায় ৯৩% আসনে লড়তে দেওয়া হয়নি। সেখানে গেলেই মারধর করা হয়েছে৷ গাড়ি ভাঙা হয়েছে। অভিষেকের টিমের ওপর আক্রমণ হয়েছে। আসামেও তাই হয়েছে। আমি প্রটোকল জানি। কথায় কথায় ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠাব। আমি দু’দিনের জন্য টিম পাঠাব মণিপুরে।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Anubrata-Mondal:-কেষ্ট-ম্যাজিক...অনুব্রতহীন-বীরভূমেও-সবুজ-ঝড়-অব্যাহত Read Next

Anubrata Mondal: কেষ্ট ম্যাজিক...অন...