You will be redirected to an external website

Mamata Banerjee: কন্যাশ্রীর মঞ্চে মমতার গলায় ‘জয় ইন্ডিয়া’

Mamata-Banerjee:-কন্যাশ্রীর-মঞ্চে-মমতার-গলায়-‘জয়-ইন্ডিয়া’

কন্যাশ্রীর মঞ্চে মমতার গলায় ‘জয় ইন্ডিয়া’

কন্যাশ্রী দিবসের অনুষ্ঠানের মঞ্চ থেকে ‘জয় ইন্ডিয়া’ শোনা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। সোমবার আলিপুরের ধনধান্য স্টেডিয়ামে কন্যাশ্রীদের নিয়ে এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তাঁর ভাষণের একেবারে শেষপর্বে সকলকে ধন্যবাদ জানাতে গিয়েই ‘জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা’র সঙ্গে ‘জয় ইন্ডিয়া’ও বলেন। মুখ্যমন্ত্রীর কথায়, “বাংলার সংস্কৃতি, বাংলার মেধা, বাংলাকে কেউ যেন থামাতে না পারে। চমকাতে না পারে।”

সারা বিশ্বের বুকে এই ব্র্যান্ডের নাম স্বর্ণাক্ষরে লেখা আছে। আমি বিশ্বাস করি এটা একদিন ইন্টারন্যাশনাল গার্ল চাইল্ড ডে হিসাবে সারা পৃথিবীতে উদযাপিত হবে। বিশ্বের যত দেশ সকলে প্রতিযোগিতায় ছিল। কন্যাশ্রী প্রথম হওয়ার পর গর্বে আমার বুকটা ভরে গিয়েছিল। আমি নেদারল্যান্ড যাই পুরস্কার নিতে। যেদিন এই প্রকল্প চালু করেছিলাম, একটা লোগো দরকার।

এদিনের অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের কন্যাশ্রীরা উপস্থিত ছিল। মুখ্যমন্ত্রী তাদের সামনে একেবারে তাদের মতো করেই বক্তব্য রাখেন। উৎসাহ দেন প্রত্যেক পড়ুয়াকে। এই অঙ্কুরই যে আগামীর বটবৃক্ষ, সে কথাও বলতে শোনা যায় তাঁকে। মুখ্যমন্ত্রী তাঁর ‘শ্রেষ্ঠাশ্রী’, ‘সর্বশ্রী’দের উদ্দেশে বলেন, “শুধু দেশের সেরা নও, তোমরা বিশ্বসেরা। আমি বিশ্বাস করি বিশ্বসেরা হিসাবে বিশ্বের মানচিত্রে তোমরা বাংলাকে তুলে নিয়ে যাবে।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

ভারতের-৭৭-তম-স্বাধীনতা-দিবস-উপলক্ষ‌ে-দিল্লির-লালকেল্লায়-পৌঁছন-প্রধানমন্ত্রী Read Next

ভারতের ৭৭ তম স্বাধীনতা দ...