You will be redirected to an external website

Durga Puja: মমতার লেখা গানে সুরুচির ঝুলিতে সরকারি সম্মান

Durga-Puja:-মমতার-লেখা-গানে-সুরুচির-ঝুলিতে-সরকারি-সম্মান

মমতার লেখা গানে সুরুচির ঝুলিতে সরকারি সম্মান

‘বিশ্ব বাংলা শারদ সম্মান’-এর তালিকা প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ সরকার। শহর ও শহরতলির মোট ১০৪টি দুর্গাপুজো কমিটিকে ‘শারদ সম্মানে’ পুরস্কৃত করা হয়েছে। বিভিন্ন ক্যাটেগরিতে বাছাই করা পুজো কমিটিগুলিকে স্বীকৃতি দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। ‘বিশ্ব বাংলা শারদ সম্মানে’ সেরার সেরা ক্যাটেগরিতে জায়গা করে নিয়েছে সুরুচি সংঘের পুজো। এর পাশাপাশি কলকাতা ও শহরতলির পুজোগুলির মধ্যে সেরা থিম সং ক্যাটেগরিতেও ‘বিশ্ব বাংলা শারদ সম্মান’ জিতে নিয়েছে। 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ২০১৩ সাল থেকে রাজ্য সরকার ‘বিশ্ব বাংলা শারদ সম্মান’ দেওয়া শুরু করেছে। শহর ও শহরতলির বিভিন্ন বড় পুজো মণ্ডপগুলিকে একাধিক মাপকাঠির ভিত্তিতে স্বীকৃতি দেওয়া হয়। এবারও সেরা মণ্ডপ, সেরা প্রতিমা, সেরা পরিবেশবান্ধব পুজো, সেরা ভাবনা, সেরা থিম সং-সহ একাধিক ক্যাটেগরিতে বিভিন্ন পুজো কমিটিগুলিকে পুরস্কৃত করা হয়েছে।

এই পুরস্কারের জন্য একটি বিচারকমণ্ডলী তৈরি করে রাজ্য সরকার। সমাজের বিভিন্ন ক্ষেত্র থেকে বিশিষ্টজনদের নিয়ে বিচারকমণ্ডলী তৈরি হয়।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

ইন্ডিয়ান-কফি-হাউসের-নতুন-শাখা-দিঘায়,ষষ্ঠীর-দিনেই-উদ্বোধন! Read Next

ইন্ডিয়ান কফি হাউসের নতু...