সোম থেকেই পঞ্চায়েতের নির্বাচনী প্রচার শুরু মমতার
ভোট ময়দানে এখন ক্রমেই চড়ছে পারদ। যত দিন যাচ্ছে, তত তপ্ত হয়ে উঠছে বাংলার ভোট রাজনীতি। আর এরই মধ্য়ে ভোটের প্রচার শুরু করে দিচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায়ও। এবারের পঞ্চায়েত ভোটে রাজ্যের বেশ কিছু এলাকায় নির্বাচনী প্রচার করার কথা রয়েছে তৃণমূল নেত্রীর। আর তা শুরু হয়ে যাচ্ছে আগামী সপ্তাহেই। কোচবিহার থেকে।
ভোটের আগে আর খুব বেশি সময় নেই। দু’সপ্তাহেরও কম সময় থাকছে হাতে। কারণ, ৮ তারিখ ভোট। তার আগে আবার ‘কুলিং অফ পিরিয়ড’ থাকছে। তাই আর একেবারেই সময় নষ্ট করতে চাইছে না তৃণমূল নেতৃত্ব। এখনও পর্যন্ত যা খবর, রবিবারই কোচবিহারে পৌঁছে যাবেন মমতা। তারপর সোমবার সভা। উল্লেখ্য, এর আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ও তাঁর তৃণমূলে নবজোয়ার কর্মসূচি শুরু করেছিলেন কোচবিহার জেলা থেকেই। আর এবার দলের সুপ্রিমোও পঞ্চায়েতের প্রচারে নামছেন সেই কোচবিহার থেকেই।
উনিশের লোকসভা নির্বাচনে কোচবিহারে হোঁচট খেয়েছিল তৃণমূল। কোচবিহার থেকে সাংসদ হয়েছেন বিজেপি নেতা নিশীথ প্রামাণিক। কেন্দ্রীয় মন্ত্রীও হয়েছেন। তারপর একুশের বিধানসভা ভোটেও আশানুরূপ ফল হয়নি শাসক শিবিরের। বেশিরভাগ বিধানসভা কেন্দ্রগুলিতেই গেরুয়া আবির উড়েছে একুশের ভোটে। সেখান থেকে সাধারণ মানুষের মন ঘাসফুলের দিকে ফেরাতে তৎপর তৃণমূল নেতৃত্ব।