You will be redirected to an external website

চন্দ্রযান-৩ এর সফল প্রকল্পে বাঙালি বিজ্ঞানীদের সংর্বধনা দিতে চান মুখ্যমন্ত্রী

চন্দ্রযান-৩-এর-সফল-প্রকল্পে-বাঙালি-বিজ্ঞানীদের-সংর্বধনা-দিতে-চান-মুখ্যমন্ত্রী

বঙ্গ বিজ্ঞানীদের সংবর্ধনা দিতে চান মমতা

চন্দ্রযান-৩ এর সফল প্রকল্পে শামিল বাঙালি বিজ্ঞানীদের সংর্বধনা দিতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আদতে বাংলার ভূমিপুত্র, এমন যে বিজ্ঞানীরা ওই প্রকল্পের অংশ, তাঁদের প্রত্যেককে চিঠি পাঠিয়ে কৃতিত্বের জন্য অভিনন্দন জানাচ্ছেন তিনি। সেই সঙ্গেই চিঠি মুখ্যমন্ত্রী চিঠি দিয়েছেন মহাকাশ গবেষণা সংস্থা ইসরো’র প্রধান পি এস সোমনাথকেও।

সূত্রের খবর, ২১ জন বাঙালি বিজ্ঞানীকে শুক্রবার পর্যন্ত আলাদা করে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী। মেধা ও অধ্যবসায়ের জোরে তাঁরা যে দেশকে গর্বিত করেছেন, তার জন্য বিজ্ঞানীদের ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়েছেন তিনি। রাজ্য বিধানসভাও ইতিমধ্যে প্রস্তাব নিয়ে ঠিক করেছে, ইসরো’কে অভিনন্দন জানিয়ে রাজ্য সরকারের মাধ্যমে চিঠি পাঠানো হবে। রাজনৈতিক শিবিরের ব্যাখ্যা, লোকসভা নির্বাচনের আগে চন্দ্র অভিযানের সাফল্যকে নিজেদের অনুকূলে ব্যবহার করতে সক্রিয় নরেন্দ্র মোদী সরকার। সাফল্য এবং আবেগের প্রশ্নে কেন্দ্রের কাছে ‘পিছিয়ে’ থাকতে চাইছে না রাজ্য সরকারও।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অবশ্য তির্যক সুরে মনে করিয়ে দিয়েছেন, চন্দ্রযান-২ সফল না হওয়ায় এই মুখ্যমন্ত্রীই কটাক্ষ করতে ছাড়েননি! শুভেন্দুর বক্তব্য, ‘‘সময়ের সঙ্গে সবই বদলে যায়! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উল্লেখ করেছেন, চন্দ্রযান-২ থেকে শিক্ষা নিয়ে ইসরো কী ভাবে এগিয়েছে এবং ইতিহাস রচনা করেছে, তা সকলেরই মনে রাখা উচিত।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

বিক্রমের-অবতরণ-ক্ষেত্রের-নাম-‘শিবশক্তি’,-‘ন্যাশনাল-স্পেস-ডে’-ঘোষণা-মোদীর Read Next

বিক্রমের অবতরণ ক্ষেত্রে...