শেষ মুহূর্তে দার্জিলিং সফর বাতিল মমতার
তিন দিনের সফরে সোমবারই দার্জিলিঙের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল মমতার। কিন্তু সেই সফর বাতিল করা হয়েছে। নবান্নের তরফে সোমবার সকালে আনুষ্ঠানিক ভাবে মুখ্যমন্ত্রীর সফর বাতিলের কথা জানানো হয়েছে।
বান্ন সূত্রে মমতার দার্জিলিং সফর বাতিলের বেশ কিছু কারণ উঠে আসছে। মনে করা হচ্ছে, ওড়িশায় দুর্ঘটনা পরিস্থিতিতেই দার্জিলিং সফর বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে বাংলার বহু মানুষ মারা গিয়েছেন। শনিবার থেকে ক্রমাগত মৃত্যুসংবাদ আসছে এ রাজ্যে। এখনও বহু মৃতদেহ শনাক্ত করা যায়নি। বাংলার অনেকেই এখনও নিখোঁজ। এই পরিস্থিতি শহরে থেকেই পরিস্থিতি মোকাবিলা করতে চান মমতা। তাই এখনই দার্জিলিং যাচ্ছেন না তিনি।
শনিবার সকালেই কপ্টারে করে বালেশ্বরে পৌঁছে যান মমতা। সেখানে গিয়ে উদ্ধারকাজ-সহ গোটা পরিস্থিতি পর্যালোচনা করেন তিনি। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে কথাও বলেন। তার পর সে দিনই ফিরে আসেন কলকাতায়।
নবান্ন সূত্রে খবর, এই ওড়িশার দুর্ঘটনা পরবর্তী পরিস্থিতি মোকাবিলা করতেই মুখ্যমন্ত্রীর দার্জিলিং সফর আপাতত বাতিল করা হল। তা ছাড়া, রাজ্যে আগামী কয়েক দিন তাপপ্রবাহের সতর্কতাও জারি করেছে হাওয়া অফিস। তা-ও সফর বাতিলের একটি কারণ হতে পারে বলে মনে করা হচ্ছে।