অভিষেককে 'অভিনন্দন' বার্তা মমতার
পঞ্চায়েত ভোটের কথা মাথায় দীর্ঘ দু'মাস ব্যাপী কর্মসূচি নিয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই ঘোষণা হয়েছে 'তৃণমূলে নব জোয়ার'। সোমবারই কর্মসূচির সূচনা করতে কোচবিহার উড়ে যাচ্ছেন দলের 'নম্বর টু'। কর্মসূচি শুরু আগে দলের প্রধান সেনাপতিকে বিশেষ বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
টুইটে অভিষেককে শুভেচ্ছাবার্তা জানিয়ে মুখ্যমন্ত্রী লেখেন, "তৃণমূলে নব জোয়ার প্রথম এই ধরনের রাজনৈতিক কর্মসূচি। আমি অভিষেক ও জনসংযোগ যাত্রায় অংশগ্রহণকারী দলীয় কর্মীদের ধন্যবাদ জানাই। জনসংযোগ যাত্রা গোটা রাজ্যে ঘুরবে।"
অভিষেকের নেতৃত্বে তাঁর দলের এই কর্মসূচি নিয়ে আরও একটি টুইট করেন মমতা। তিনি লেখেন, "তৃণমূল স্তরে উন্নয়ন ও সম্বৃদ্ধি ছড়িয়ে দেওয়ার লক্ষ্যমাত্রা আমরা নিয়েছি। সেই কারণে এই কর্মসূচিতে সফল হওয়ার জন্য বাংলার সকল মানুষের কাছে আশীর্বাদ প্রার্থনা করছি।"
দলনেত্রীর শুভেচ্ছবার্তা পেয়ে পালটা উজ্জীবিত তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। মমতার করা টুইট রিটুইট করে অভিষেক লেখেন, "ধন্যবাদ দিদি। আমরা দৃঢ় সংকল্পবদ্ধ। আপনার কল্যাণমূলক প্রকল্পগুলি জাতি, গোষ্ঠী, ধর্ম ও রাজনৈতিক দল নির্বিশেষে সকলের কাছে পৌঁছেছে। পশ্চিমবঙ্গ সবসময় অন্যদের অনুকরণ করার মতো কাজ এগিয়ে নিয়ে যাবে।"