কেজরিওয়ালকে পাশে নিয়ে ঐক্যের বার্তা মমতার
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে পাশে বসিয়ে মমতা বলে দিলেন, সবাইকে একজোট করতে পারলে রাজ্যসভাতেও বিজেপিকে হারানোর একটা সুযোগ এসেছে।
অরবিন্দ কেজরিওয়াল নবান্নে এসেছিলেন দিল্লির আমলাদের নিয়ন্ত্রণ নিয়ে কেন্দ্র যে অর্ডিন্যান্স এনেছে তার বিরুদ্ধে সমর্থন জোগাড় করতে। সঙ্গে এনেছিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান এবং আপের শীর্ষ নেতাদেরও। মমতা-মান এবং কেজরিওয়ালকে পাশে বসিয়ে দিল্লি অর্ডিন্যান্স রুখতে আপকে সমর্থনের করার বার্তা দিলেন মমতা। বললেন, সুযোগ এসেছে ২০২৪-এর আগে রাজ্যসভায় বিজেপিকে হারানোর। সব দলকে একজোট করতে পারলে বিজেপিকে হারানো যাবে।
মমতার কথায়, “দেশে গণতন্ত্র নেই। গণতন্ত্র বাঁচাতে পারে সুপ্রিম কোর্ট। সেই সুপ্রিম কোর্টের নির্দেশও ওরা মানছে না। এই সরকার বুলডোজারের সরকার, এজেন্সির সরকার, ওরা সংবিধানের উপর বুলডোজার চালিয়ে দিচ্ছে।” মুখ্যমন্ত্রীর আশঙ্কা, আগামী দিনে দেশের নাম তথা সংবিধানও বদলতে দিতে পারে বিজেপি। তিনি বলেন, “চিন্তা হচ্ছে, কবে দেশের নাম-সংবিধান না বদলে দেয়। দেশের নামও নিজের দলের নামে না করে দেয়।” সব বিরোধী দলের কাছে মমতার আরজি, বিজেপির (BJP) বিরুদ্ধে লড়াইয়ে সবাইকে একজোট হতে হবে।