আজ পটনায় মমতা-অভিষেক
আগামিকাল, শুক্রবার পটনায় হতে চলেছে সেই বৈঠক। যে বৈঠকে যোগ দেবেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে খবর, শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নয়, তাঁর সফরসঙ্গী হচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। একদিকে রাহুল-সহ বিজেপি বিরোধী একাধিক মুখ। অন্যদিকে মমতা-অভিষেক। বিজেপি বিরোধী জোটের সলতে পাকানোর কাজ শুরু হতে চলেছে পটনা থেকে। বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ নেতা নীতীশ কুমারের উদ্যোগেই এই বৈঠকের আয়োজন করা হয়েছে।
প্রথমে এই বৈঠকের দিন ধার্য হয়েছিল ১২ জুন। কিন্তু সে সময়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধি থাকতে পারবেন না বলে বৈঠক পিছিয়ে দেওয়া হয়। শেষ পর্যন্ত বিরোধী দলগুলির আলোচনায় ১২ জুনের বদলে আগামিকাল ২৩ জুন বৈঠকের দিন স্থির করা হয়েছে। লোকসভা নির্বাচনের প্রাক্কালে পটনার এই বৈঠক অ-বিজেপি শক্তিগুলির লড়াইয়ের রূপরেখা নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
সংসদে বিরোধীদের একজোট হয়ে চলতে হবে। কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তা নিয়েও সরব হওয়ার বিষয়ে আলোচনা হতে চলেছে। বৈঠকে যে সমস্ত ইস্যুকে সামনে রাখা হবে তাতে বিরোধীদের এক সুরে কথা বলতে হবে। একইসঙ্গে আগামী দিনে এই মঞ্চের তরফে বেশ কিছু কর্মসূচি নেওয়া হবে।