You will be redirected to an external website

প্রধানমন্ত্রীর 'মন কি বাত'-এর শততম রেডিও অনুষ্ঠানে অতিথি হবেন জিন্দের সুনীল জাগলান !

মন কি বাত'-এর ১০০তম পর্বের অতিথি হরিয়ানার জিন্দ জেলার সুনীল জাগলান ! সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় অনুষ্ঠান 'মন কি বাত'-এর ১০০তম পর্বের অতিথি হওয়ার সুযোগ পেয়েছেন হরিয়ানার জিন্দ জেলার সুনীল জাগলান। জেলার একটি ছোট গ্রাম বিবিপুর থেকে সেলফি উইথ ডটার ক্যাম্পেইন শুরু করে জগলান লাইমলাইটে আসেন।

প্রসার ভারতী মঙ্গলবার থেকে ধারাবাহিক অনুষ্ঠান শুরু করছে। এতে এমন ব্যক্তিদের সম্মানিত অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে, যাদের প্রধানমন্ত্রী মোদী 'মন কি বাত'-এ উল্লেখ করেছেন। জগলনের 'সেলফি উইথ ডটার' ক্যাম্পেইন বিশ্বের ৮০টিরও বেশি দেশে পৌঁছেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 'মন কি বাত'-এ চারবার এটি উল্লেখ করেছেন।

জগলন বলেন, তিনি ৯ জুন, ২০১৫ এ 'সেলফি উইথ ডটার' ক্যাম্পেইন শুরু করেছিলেন। প্রধানমন্ত্রী মোদী ২৮ জুন, ২০১৫-এ 'মন কি বাত' অনুষ্ঠানে এটি প্রথম উল্লেখ করেছিলেন। এর পরে, ১৩ নভেম্বর, ২০১৫-এ, প্রধানমন্ত্রী ইংল্যান্ডের ওয়েম্বলি সিটিতে এনআরআইদের সাথে আলাপচারিতার সময় হরিয়ানা এবং 'সেলফি উইথ ডটার' প্রচারাভিযানের কথা উল্লেখ করেন এবং তাদের এতে যোগ দেওয়ার আহ্বান জানান।জগলান জানিয়েছেন, 'মন কি বাত'-এর শততম পর্বে আয়োজিত অনুষ্ঠানে তাকে সম্মানিত অতিথি হিসেবে ডাকা হয়েছে।

আগামীকাল ২৫ এপ্রিল দিল্লি পৌঁছানোর পরে ২৬ এপ্রিল 'মন কি বাত' কনক্লেভের আয়োজন করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ২৭ এপ্রিল এই অনুষ্ঠানের সাথে জড়িত সমস্ত সম্মানিত অতিথিদের রাষ্ট্রপতি ভবন, কর্তব্য পথ এবং প্রধানমন্ত্রীর যাদুঘর ভ্রমণে নিয়ে যাওয়া হবে। ২৯ এপ্রিল দিল্লি থেকে চণ্ডীগড় রাজভবনে পৌঁছবেন। ৩০ এপ্রিল 'মন কি বাত' অনুষ্ঠানের ১০০তম পর্বের স্ক্রিনিং হবে। এই সময় হরিয়ানার রাজ্যপাল বান্দারু দত্তাত্রেয় বিশেষভাবে উপস্থিত থাকবেন।

AUTHOR :Rita Ghosh

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Indonesia-Earthquake:জোরালো-ভূমিকম্পে-কেঁপে-উঠল-ইন্দোনেশিয়া-মাত্রা-৭.৩ Read Next

Indonesia Earthquake:জোরালো ভূমিকম্প...