You will be redirected to an external website

মোদীকে তোপ অভিষেকের, ক্ষোভ বিজেপি-র !

মোদীকে-তোপ-অভিষেকের,-ক্ষোভ-বিজেপি-র-!

আক্রমণাত্মক সুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় ! সংগৃহীত ছবি

সোমবার উত্তর দিনাজপুরের করণদিঘিতে জনসংযোগ যাত্রায় অংশ নিতে গিয়ে তৃণমূলের ‘সর্বভারতীয়’ সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আক্রমণ শানান দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তাঁর কর্মসূচি ‘মন কি বাত’-কে। প্রধানমন্ত্রীর শততম ‘মন কি বাত’-এর অনুষ্ঠানে পূর্তিকে বাংলার বঞ্চনার সঙ্গে জুড়ে দেন অভিষেক।

অভিষেক বলেন, ‘‘প্রধানমন্ত্রী মন কি বাতের ১০০ পর্ব সম্পন্ন করতে পারেন, কিন্তু তিনি ১০০ দিনের কাজের জন্য বকেয়া তহবিল প্রদান করতে অক্ষম।’’তাঁর অভিযোগ, ‘‘মাথার উপর ছাদ, পরনে‌ বস্ত্র, পেটে রুটি জুটছে না মানুষের, আর প্রধানমন্ত্রী সারা দেশ জুড়ে করছেন মন কি বাত। ১০০তম পর্ব, ১০০তম অধ্যায়। আর ১০০ দিনের টাকা বন্ধ।’’

অভিষেক বলেন, ‘‘বাংলাই একমাত্র রাজ্য যে রাজ্য ২০২১ সালের ডিসেম্বর থেকে ১০০ দিনের কাজের জন্য কেন্দ্রের তরফে কোনও অর্থ পায়নি।’’ তিনি বলেন, ‘‘২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই রাজ্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছে। শুধুমাত্র এই কারণে বিজেপিশাসিত কেন্দ্র বাংলার জন্য বরাদ্দ ১.১৫ লক্ষ কোটি টাকার কেন্দ্রীয় তহবিল আটকে রেখেছে।’’

বাংলার বিজেপি নেতৃত্বের প্রতি তাঁর কটাক্ষ, ‘‘বাংলার মানুষ ভাত-রুটি পাচ্ছেন না, ওদিকে (ওঁরা) প্রধানমন্ত্রী মন কি বাত শুনছেন৷’’ বিজেপি-র কোনও শীর্ষনেতা এ সম্পর্কে প্রকাশ্য বিবৃতি না দিলেও দলের তরফে এই বক্তব্যের ক্ষোভ প্রকাশ করা হয়েছে। বিজেপি-র এক নেতা বলেন, এমনিতেই তো তৃণমূলের ‘সর্বভারতীয়’ তকমা মুছে গেছে। অভিষেক একটি আঞ্চলিক দলের নেতা একজন সাধারণ সাংসদ ছাড়া কিছু নন। প্রধানমন্ত্রীর নাম করে জনসভায় ভিত্তিহীন এরকম অভিযোগ অভিষেকের ঔদ্ধত্যের বহিপ্রকাশ ছাড়া কিছুই নয়।

AUTHOR :Rita Ghosh

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

অনেকটা-কমল-তাপমাত্রা,-মঙ্গলবারও-কি-ঝড়বৃষ্টি-হতে-পারে? Read Next

অনেকটা কমল তাপমাত্রা, মঙ...