You will be redirected to an external website

Manik Bhattacharya: নিয়োগ মামলায় জামিন পেলেন মানিক ভট্টাচার্যের স্ত্রী

Manik-Bhattacharya:-নিয়োগ-মামলায়-জামিন-পেলেন-মানিক-ভট্টাচার্যের-স্ত্রী

জামিন পেলেন মানিক ভট্টাচার্যের স্ত্রী

জামিন পেলেন মানিক ভট্টাচার্যের স্ত্রী। সোমবার কলকাতা হাইকোর্টে জামিন পান শতরূপা ভট্টাচার্য। তাঁর জামিনের আবেদন মঞ্জুর করে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। নিয়োগ মামলায় এই প্রথম জামিন। জামিনের নির্দেশ দেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। নিঃসন্দেহে এই নির্দেশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রাথমিক পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করা হলেও স্ত্রী শতরূপাকে প্রথমে গ্রেফতার করেনি ইডি। শতরূপাকে সমন পাঠানো হয়েছিল ইডির তরফে। তখন তিনি নিম্ন আদালতে গিয়ে আত্মসমর্পণ করেন।

এরপর গত ২২ ফেব্রুয়ারি আদালতে জামিনের আর্জি জানান শতরূপা। সেই জামিন তিনি পাননি। ফের জেল হেফাজতে পাঠানো হয় তাঁকে। প্রায় ৫ মাস ধরে শতরূপা জেলে। অথচ এই সময়ের মধ্যে শতরূপাকে নিয়ে ইডি সেভাবে কোনও পদক্ষেপ করেনি। এমনকী গ্রেফতার করতে চাই বলেও ইডি কোনও আবেদন জানায়নি। এখন কাস্টডিয়াল ট্রায়ালের কথা বলছেন তদন্তকারী সংস্থা। 

এদিন বিচারপতি ঘোষ বলেন, ‘মানিক অযোগ্যদের চাকরি দিয়েছেন। টাকার যোগসূত্র আছে তাঁর সঙ্গে। কিন্তু শতরূপা যে এই পদ্ধতির সঙ্গে যুক্ত সেটা কীভাবে প্রমানিত? যদি তাই হয়, তাহলে প্রথমেই কেন গ্রেফতার করেননি? সমন পাঠানোর পর উনি যখন আত্মসমর্পণ করেন, তখন জেলে পাঠিয়ে দেওয়া হয়। ইডি কেন গ্রেফতার করেনি?’

ইডির আইনজীবী ফিরোজ এডুলজি বলেন, শুধু টাকার বিষয় নয়। চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নষ্ট করা হয়েছে। তাই কাস্টডিয়াল ট্রায়ালের আবেদন করা হচ্ছে। তিনি বলেন, ‘উনি গৃহবধূ নন। ওনার সক্রিয় অংশগ্রহণ ছিল। চিন, সাউথ আফ্রিকা, ফ্রান্স, তানজানিয়া, জাপান, ইত্যাদি দেশে ভ্রমণ করেছেন। উনি লেডি ম্যাকবেথ।’

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

বারো-দিনের-মাথায়-হাসপাতাল-থেকে-ছেড়ে-দেওয়া-হল-রাজ্যের-প্রাক্তন-মুখ্যমন্ত্রী-বুদ্ধদেবকে... Read Next

বারো দিনের মাথায় হাসপাত...