You will be redirected to an external website

দিল্লি সফরে মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন,শাহের সঙ্গে বৈঠকে?

দিল্লি-সফরে-মণিপুরের-মুখ্যমন্ত্রী-বীরেন,শাহের-সঙ্গে-বৈঠকে?

দিল্লি সফরে মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন

বিজেপির একটি সূত্র জানাচ্ছে, বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করবেন তিনি। সেই বৈঠকে হাজির থাকতে পারেন মণিপুরের বিজেপি সভানেত্রী শারদা দেবীও। ওই সূত্রের দাবি, বৈঠকে মণিপুরে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার জন্য সম্ভাব্য পদক্ষেপগুলি নিয়ে আলোচনা হতে পারে। পাশাপাশি, কথা হতে পারে গোষ্ঠীহিংসায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়েও।

তবে দুই মন্ত্রী-সহ রাজ্যের ১০ কুকি বিধায়কের কেউই যোগ দেবেন না বলে আগেই জানিয়েছেন। ওই বিধায়কদের মধ্যে সাত জনই বিজেপির। কুকিস জ়ো-সহ জনজাতি গোষ্ঠীগুলির অভিযোগ, গত সাড়ে তিন মাসের গোষ্ঠীহিংসা-পর্বে বীরেনের সরকারের আচরণ পুরোপুরি পক্ষপাতদুষ্ট। জনজাতি অধ্যুষিত পাহাড় অঞ্চলগুলিতে নিরাপত্তার বিষয়টি মণিপুর সরকার অবহেলা করেছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন ওই ১০ কুকি-জ়ো বিধায়ক। তাৎপর্যপূর্ণ ভাবে বীরেনের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেছে বিভিন্ন মেইতেই সংগঠনও। তাদের অভিযোগ, মায়ানমার সীমান্ত পেরিয়ে হামলা চালানো কুকি জঙ্গিদের মোকাবিলায় সময়োচিত পদক্ষেপ করা হয়নি। কুকি বনাম মেইতেই সংঘর্ষ গত কয়েক সপ্তাহে সেনাপতি, উখরুলের মতো নাগা অধ্যুষিত জেলাগুলিতেও ছড়িয়ে পড়েছে। নাগা জনজাতি গোষ্ঠীর বিধায়কদের একাংশ মেইতেই বিধায়কদের সঙ্গে হাত মিলিয়ে প্রধানমন্ত্রীকে স্মারকপত্র দেওয়ায় পরিস্থিতি আরও ঘোরালো হয়েছে।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

উত্থান-সম্ভবই-হত-না-মা-কে-ছাড়া,দাবা-বিশ্বকাপে-দ্বিতীয়-ভারতীয়-হিসাবে-রানার-আপ Read Next

উত্থান সম্ভবই হত না মা-কে...