অপরাধীদের কড়া শাস্তির দেওয়ার প্রতিশ্রুতি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী
দুই পড়ুয়ার মৃত্যু ঘিরে ফের উত্তপ্ত মণিপুর (Manipur)। নতুন করে রাজ্যে শুরু হয়েছে অশান্তি। জায়গায় জায়গায় বিক্ষোভ, ভাঙচুর চলছে। পড়ুয়া মৃত্যুর প্রতিবাদে পথে নেমেছে পড়ুয়ারা। বুধবার মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং (N Biren Singh) জানান, দুই পড়ুয়ার মৃত্যুর ঘটনা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গে কথা হয়েছে। অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার ও কড়া শাস্তি দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।
দুই পড়ুয়ার মৃত্যু এবং নতুন করে মণিপুরের অশান্তি নিয়ে বুধবার মুখ্যমন্ত্রী বলেন, “কেন্দ্র ও রাজ্য মিলিতভাবে বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ব্যক্তিগতভাবে আমায় ফোন করেছিলেন।
অন্যদিকে, দুই পড়ুয়ার হত্যার ঘটনার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে মণিপুর সরকার। বুধবার সিবিআইয়ের স্পেশাল ডিরেক্টর অজয় ভাটনগর সহ অন্যান্য আধিকারিকরা ইম্ফলে পৌঁছন। সূত্রের খবর, ঘটনাস্থলে পরিদর্শন করবেন সিবিআই আধিকারিকরা। এরপরে ময়নাতদন্তের রিপোর্ট পর্যালোচনা করেই তদন্ত শুরু করা হবে।