You will be redirected to an external website

Manipur: রবিবার সন্ধ্যা থেকে কিছুটা শান্ত হয়েছে মণিপুরের ইম্ফল,সাত ঘণ্টার জন্য কার্ফু শিথিল

Manipur:-রবিবার-সন্ধ্যা-থেকে-কিছুটা-শান্ত-হয়েছে-মণিপুরের-ইম্ফল,সাত-ঘণ্টার-জন্য-কার্ফু-শিথিল-

কিছুটা শান্ত হয়েছে মণিপুরের ইম্ফল পশ্চিম জেলা

রবিবার সন্ধ্যা থেকে কিছুটা শান্ত হয়েছে মণিপুরের ইম্ফল পশ্চিম জেলা। এই জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখে সোমবার সাত ঘণ্টার জন্য কার্ফু শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন। তবে মণিপুর উপত্যকার আর এক জেলা ইম্ফল পূর্বে কার্ফু শিথিল করার বিষয়ে কিছু জানানো হয়নি।

রবিবার ইম্ফল পশ্চিমের জেলাশাসক টিএইচ কিরণকুমারের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়, সোমবার ভোর ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কার্ফু শিথিল করা হবে জেলার সব প্রান্তে। এই সময়ের মধ্যে বাসিন্দারা নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে বাইরে বেরোতে পারবেন। সাত ঘণ্টার জন্য খোলা থাকবে সব্জি বাজার এবং ওষুধের দোকান। উল্লেখ্য যে, সাময়িক বিরতির পরে গত সপ্তাহ থেকে নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে ইম্ফল পশ্চিম জেলা। গত বৃহস্পতিবার থেকে একটানা কার্ফু চলছিল সেখানে। অন্য দিকে কেন্দ্রকে শান্তিচুক্তি সংক্রান্ত আলোচনা শেষ করার জন্য চাপ দিয়ে আগামী বুধবার মিছিলের ডাক দিল নাগাদের একটি সংগঠন।

শনিবার রাত থেকে নতুন করে অশান্তি ছড়ায় হিংসাকবলিত মণিপুরের ইম্ফল পশ্চিম জেলায়। স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়, শনিবার সন্ধ্যায় উন্মত্ত জনতা লাংগল গ্রামে ঢুকে ১৫টি বাড়ি জ্বালিয়ে দেয়। এলোপাথাড়ি গুলিও ছোড়ে তারা। পায়ে গুলি লেগে এক যুবক হাসপাতালে চিকিৎসাধীন। তবে এই ঘটনায় কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি। 

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Rain-Alert:-কলকাতায়-বাড়ল-দুর্যোগ!-৪৮-ঘণ্টায়-বজ্রবিদ্যুৎসহ-বৃষ্টির-সম্ভাবনা-বেশি-থাকবে Read Next

Rain Alert: কলকাতায় বাড়ল দুর্য...