You will be redirected to an external website

হাওড়া-তারকেশ্বর শাখায় বাতিল বহু লোকাল, দুর্ভোগ এড়াতে নয়া সিদ্ধান্ত রেল কর্তৃপক্ষের !

হাওড়া-তারকেশ্বর রুটে একাধিক ট্রেন বাতিল ! সংগৃহীত ছবি

ফের হাওড়া ডিভিশনে বাতিল একাধিক ট্রেন । শনিবার ও রবিবার কাজ চলবে শেওড়াফুলি ও দিয়ারা স্টেশনের মধ্যে। বন্ধ থাকবে পাওয়ার। সে কারণে হাওড়া-তারকেশ্বর রুটে একাধিক ট্রেন বাতিল হয়েছে।  যা সিঙ্গুরে আসবে সকাল ৮টা ১০ মিনিটে। আরও একটি ট্রেন সকাল সকাল ১০টা তারকেশ্বর থেক ছড়ে সিঙ্গুরে আসবে ১০টা ৪০ মিনিটে। অন্যদিকে ট্রেন দুটি ফের তারকেশ্বরের উদ্দেশে ফিরে যাবে সকাল সাড়ে ৮টা ও সকাল ১১টায়।

শেওড়াফুলি ও দিয়ারা স্টেশনের মধ্যে কাজের জন্য শনিবার হাওড়া থেকে বাতিল থাকছে আপ 37349, 37351, 37379 লোকাল। অন্যদিকে গোঘাট থেকে বাতিল থাকছে ডাউন 37378 লোকাল। শনিবারের তুলনায় রবিবার বাতিল ট্রেনের সংখ্যা বেশি থাকছে। রবিবার হাওড়া থেক বাতিল থাকছে আপ 37309, 37311, 37313, 37315, 37317, 37319, 37321, 37323,37359, 37361, 37363, 37371, 37373, 37375, 37303, 37307 লোকাল। শেওড়াফুলি থেকে বাতিলের খাতায় থাকছে 37411, 37415। তারকেশ্বর থেকে বাতিলের তালিকায় থাকছে 37312, 37314, 37316, 37318, 37320, 37322, 37324, 37326, 37328, 37330, 37332, 37412, 37416। আরামবাগ থেকে বাতিল 37360, 37362, 37364। 

মে মাসেই একাধিকবার বিভিন্ন শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়।  চলতি সপ্তাহে সোমবার নৈহাটি স্টেশনে সিগনালে প্রযুক্তিগত সমস্যা দেখা দেয়। সপ্তাহের প্রথম কাজের দিনে শিয়ালদা মেইন শাখায় ব্যাহত হয় ট্রেন চলাচল। শিয়ালদা-নৈহাটি ও নৈহাটি-ব্যান্ডেল শাখায় দেরিতে চলছে একাধিক লোকাল । রেল সূত্রে খবর, সকাল ৭টা ২৫-এ তোকিপুর স্টেশন ও তালপুরের মাঝামাঝি বিদ্যুতের তার ঝুলে যায়। এর জেরে সকাল ৭টা ৪০ থেকে আরামবাগ-তারকেশ্বর শাখায় ট্রেন চলাচল বন্ধ। মেরামতির পর, পৌনে ১০টা থেকে ফের ট্রেন চলাচল শুরু হয়। ২ ঘণ্টারও বেশি ট্রেন বন্ধ থাকায়, সমস্যায় পড়েন যাত্রীরা।

AUTHOR :Rita Ghosh

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট�...

সিকিম-থেকে-বিস্তৃত-নিম্নচাপ,-আবার-বৃষ্টির-পূর্বাভাস-দিল-হাওয়া-অফিস... Read Next

সিকিম থেকে বিস্তৃত নিম্�...

Related News