You will be redirected to an external website

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবিআই তলব নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক পারদ!

অভিষেক-বন্দ্যোপাধ্যায়কে-সিবিআই-তলব-নিয়ে-তুঙ্গে-উঠেছে-রাজনৈতিক-পারদ!

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চলছে বহু মামলা !

রাজ্যের শাসক দলের বিরুদ্ধে দিনদিন উঠছে উপর্যুপরি দুর্নীতির অভিযোগ। এই পরিস্থিতির মাঝে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশের পরও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবিআই তলব নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক পারদ। 

এই ঘটনায় মঙ্গলবার সকালে খড়গপুরে চা চক্রে যোগ দিয়ে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেন, ''অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অনেক মামলা চলছে।"অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে দিলীপ ঘোষ আরও বলেন, ''অনেকবারই তিনি ইডির কাছে গিয়েছেনও । এখন কোন মামলায় অভিষেককে ডাকা হল, তা এখন স্পষ্ট নয়। কারণ গোরু, কয়লা, সোনা পাচারের সঙ্গে তাঁর নাম ওঠার পর এখন নিয়োগ দুর্নীতিতেও তাঁর নাম জড়িয়েছে। হতে পারে অন্য মামলায় সিবিআই তাঁকে ডেকেছে।" অপরদিকে, হঠাৎ করেই দিল্লিতে গিয়েছেন তৃণমূল নেতা মুকুল রায়।

 সেই নিয়ে তীব্র রাজনৈতিক জল্পনা শুরু হওয়ায় এই প্রসঙ্গে দিলীপ ঘোষকে প্রশ্ন করা হলে তাঁর কথায়, ''মুকুল রায় একজন বিধায়ক, বাংলার রাজনীতির বিশাল বড় ব্যক্তিত্ব। কিন্তু শেষ ছ'মাস তাঁকে নিয়ে কোনও খবর নেই। মুকুল রায়কে নিয়ে কেউ আর কিছু ভাবে না । উনি অসুস্থ ছিলেন, ওঁনার সুস্থতা কামনা করি।"

AUTHOR :

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

ভাঙড়ে-মাঠে-ডাঁই-করা-পোড়া-নথিপত্র,-খবর-পেয়েই-ছুটল-সিবিআই-! Read Next

ভাঙড়ে মাঠে ডাঁই করা পোড়...