You will be redirected to an external website

Uttarakhand: বদ্রীনাথ জাতীয় সড়কে ধস নেমে বিপর্যয়,ভারী বর্ষণে জলের তলায় বহু বাড়ি

Uttarakhand:-বদ্রীনাথ-জাতীয়-সড়কে-ধস-নেমে-বিপর্যয়,ভারী-বর্ষণে-জলের-তলায়-বহু-বাড়ি

বৃষ্টিতে উত্তরাখণ্ডে ন’জনের মৃত্যু হয়েছে

বৃষ্টিতে উত্তরাখণ্ডে ন’জনের মৃত্যু হয়েছে। বুধবার রাত থেকে ভারী বর্ষণে হৃষীকেশের ধলওয়ালা এবং খারা এলাকা জলমগ্ন। বেশ কয়েকটি বাড়ি জলের তলায়। দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা।ধলওয়ালা এবং খারা এলাকায় মোতায়েন করা হয়েছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। জলমগ্ন এলাকা থেকে প্রায় ৫০ জনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের নিরাপদ স্থানে সরানো হয়েছে।

পরিস্থিতি নিয়ে খোঁজ নিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিংহ ধামি। আবহাওয়ার পূর্বাভাস নিয়মিত দেখতে চার ধাম তীর্থযাত্রীদের পরামর্শ দিয়েছেন তিনি। সংবাদ সংস্থা এএনআইকে ধামি জানিয়েছেন। বৃষ্টিতে রাজ্যের বহু বাড়ি জলে ডুবে গিয়েছে। উদ্ধারকাজে নেমেছে রাজ্য এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।

চলতি বছরে বর্ষার মরসুমে বেশ কয়েক বার ধস নেমেছে উত্তরাখণ্ডের বিভিন্ন এলাকায়। যার জেরে দুর্ভোগে পড়েছেন সে রাজ্যের বাসিন্দারা। ধসের কারণে অবরুদ্ধ হয়েছিল বেশ কয়েকটি রাস্তা।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

আগামী-৩১-অগস্ট-ও-১-সেপ্টেম্বর-মুম্বইয়ে-ইন্ডিয়া-জোটের-বৈঠক Read Next

আগামী ৩১ অগস্ট ও ১ সেপ্টে...