You will be redirected to an external website

মহালয়া থেকেই বহু পুজোর উদ্বোধন হয়ে গিয়েছে কলকাতায়,মানুষের ঢল সামলাতে হিমশিম পুলিশ

মহালয়া-থেকেই-বহু-পুজোর-উদ্বোধন-হয়ে-গিয়েছে-কলকাতায়,মানুষের-ঢল-সামলাতে-হিমশিম-পুলিশ

মহালয়া থেকেই বহু পুজোর উদ্বোধন হয়ে গিয়েছে কলকাতায়

এক দিকে উৎসবের আমেজ নিতে পথে নামা মানুষ। অন্য দিকে, অফিসফেরতা নিত্যযাত্রীদের ভিড়— এই দুইয়ে মিলে দুর্গাপুজোর চতুর্থীর সন্ধ্যা থেকে যানজটে নাকাল হতে শুরু করেছে কলকাতা।

মোড়ে মোড়ে রাস্তা পেরোচ্ছে মানুষের ঢল। স্রোতের মতো তাঁরা ঢুকে পড়ছেন এক রাস্তা থেকে অন্য রাস্তায়। ফলে থমকে যাচ্ছে গাড়ি চলাচল। বাড়ছে যানজট। মহালয়া থেকেই বহু পুজোর উদ্বোধন হয়ে গিয়েছে কলকাতায়। সেই সব পুজোর প্রতিমা এবং মণ্ডপ দেখার ভিড় জমতে শুরু করেছে প্রতিপদ থেকেই। পুজো যত এগিয়ে আসছে ভিড়ের মাত্রা ততই বাড়ছে।

শ্রীভূমি স্পোর্টিংয়ের মণ্ডপ ঘিরে ভিড় তো রয়েছেই। এর পাশাপাশি দক্ষিণ কলকাতার একডালিয়া এভারগ্রিন, বালিগঞ্জ কালচারাল, সিংহী পার্ক, সুরুচি সংঘ, চেতলা অগ্রণী, নাকতলা সার্বজনীনের মতো জনপ্রিয় পুজোগুলিকে ঘিরে যে সমস্ত রাস্তাঘাট, সেই সব রাস্তাও ভিড়ে ঠাসা। স্বাভাবিক ভাবই ব্যাহত হচ্ছে ট্রাফিক।

এর মধ্যে গড়িয়াহাটে এখনও কেনাকাটার ভিড় রয়েছে। গড়িয়াহাটের কাছেই দেশপ্রিয় পার্ক, রাসবিহারী অ্যাভিনিউ, বিজন সেতুতে রয়েছে রয়েছে যানজট। অত্যন্ত ধীর গতিতে চলছে গাড়ি। একই অবস্থা শ্রীভূমি যাওয়ার রাস্তাতেও। হাডকো এবং উল্টোডাঙাতে যানজট রয়েছে। ট্রাফিকের চাপ রয়েছে মা ফ্লাই ওভারের উপরেও।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Dengue:কলকাতায়-আবার-মৃত্যু-ডেঙ্গি-আক্রান্তের,রাজ্যে-ডেঙ্গি-পরিস্থিতি-ক্রমেই-জটিল-হচ্ছে Read Next

Dengue:কলকাতায় আবার মৃত্যু ড...