You will be redirected to an external website

বদ্রীনাথ যাওয়ার রাস্তায় ধস, উত্তরাখণ্ডে আটকে বহু পর্যটক

বদ্রীনাথ-যাওয়ার-রাস্তায়-ধস,-উত্তরাখণ্ডে-আটকে-বহু-পর্যটক

উত্তরাখণ্ডে আটকে বহু পর্যটক

ভারী বৃষ্টির জেরে উত্তরাখণ্ডের চামোলিতে জাতীয় সড়কে ধস। চামোলি জেলার ছিনকায় সাত নম্বর জাতীয় সড়কের একাংশ ঢেকে রয়েছে ভগ্নাবশেষে। ওই রাস্তা দিয়ে যেতে হয় বদ্রীনাথ। 

এই সময় কেদারনাথ এবং বদ্রীনাথে বহু মানুষ বেড়াতে যান। দীপাবলি পর্যন্ত খোলা থাকে মন্দির। এই পরিস্থিতিতে রাস্তায় ধস নামায় বিপাকে বহু পর্যটক। তিন দিন আগে হিমাচলেও একই পরিস্থিতি তৈরি হয়েছিল। মাণ্ডি থেকে কুলু যাওয়ার জাতীয় সড়কে ধস নামে। ১৫ কিলোমিটার রাস্তায় যানজট তৈরি হয়। তাতে আটকে পড়েন প্রায় ২০০ জন। বেশিরভাগই পর্যটক। পিটিআই জানিয়েছে, গত কয়েক দিনে বৃষ্টি, ধসের কারণে হিমাচল প্রদেশে মৃত্যু হয়েছে ১৯ জনের। আহত ৩৪ জন। তিন জনের কোনও খোঁজ মেলেনি।

মৌসম ভবন জানিয়েছে, ইতিমধ্যে দেশের ৮০ শতাংশ এলাকায় পৌঁছে গিয়েছে বর্ষা। তবে এ বার বর্ষা প্রবেশের ধরন ছিল ভিন্ন। এ বছর একই দিনে দিল্লি এবং মুম্বইতে বর্ষা প্রবেশ করেছে। ২৫ জুন ওই দুই শহরে এসেছে বর্ষা। ৬২ বছর পর এই ঘটনা হল। খাতায় কলমে ১ জুন কেরলে, ১১ জুন মুম্বই এবং ২৭ জুনে দিল্লিতে বর্ষা প্রবেশ করে।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

তৃণমূল-নেত্রী-সায়নী-ঘোষ-কোথায়?ইডির-নোটিস-পাওয়ার-পর-উবে-গিয়েছেন-সায়নী! Read Next

তৃণমূল নেত্রী সায়নী ঘোষ ...