You will be redirected to an external website

বাতিল বহু ট্রেন,স্টেশনে অপেক্ষারত দুর্ভোগে রেলযাত্রীরা!

দক্ষিণ ভারতগামী ট্রেন চলবে অন্য পথে! সংগৃহীত ছবি

ওডিশার বালেশ্বরে ট্রেন দুর্ঘটনার জেরে হাওড়া থেকে দক্ষিণ ভারতগামী বেশির ভাগ ট্রেন বাতিল বলে ঘোষণা করা হয়েছে। চালানো সম্ভব হচ্ছে না ওডিশাগামী ট্রেনগুলিও। এর ফলে যাত্রী দুর্ভোগের আশঙ্কা রয়েছে। শুক্রবার বহু ট্রেন বাতিলের পর শনিবার অর্থাৎ ৩ জুনও বাতিল করা হয়েছে অনেকগুলি ট্রেন। সেগুলির মধ্যে অন্যতম, ২২৮৯৫/২২৮৯৬ হাওড়া-পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস, ১২৭০৩ হাওড়া-সেকন্দ্রাবাদ ফলকনুমা এক্সপ্রেস, ১২২৪৫ হাওড়া-বেঙ্গালুরু দুরন্ত এক্সপ্রেস, ২০৮৮৯/২২৮৯০ হাওড়া-তিরুপতি-হাওড়া হমসফর এক্সপ্রেস। 

শুক্রবার সন্ধ্যায় ওড়িশার বালেশ্বরের কাছে দুর্ঘটনার কবলে পড়েছে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস। যার জেরে হাওড়া থেকে দক্ষিণ ভারতগামী বেশির ভাগ ট্রেন বাতিল বলে ঘোষণা করা হয়েছে। চালানো সম্ভব হচ্ছে না ওড়িশাগামী ট্রেনগুলিও। এর ফলে যাত্রী দুর্ভোগের আশঙ্কা রয়েছে।

এ ছাড়াও খড়্গপুর থেকেও বাতিল করা হয়েছে বেশ কয়েকটি ট্রেন। সেগুলি হল, ১৮০২১ খড়্গপুর-খুরদা রোড এক্সপ্রেস, ০৮০৬৩/০৮০৬৪ খড়্গপুর-ভদ্রক-খড়্গপুর মেমু স্পেশাল। শালিমার স্টেশন থেকে ১২৮২১ শালিমার-পুরী ধৌলি এক্সপ্রেস, ১৮০৪৫ শালিমার-হায়দরাবাদ ইস্ট কোস্ট এক্সপ্রেস বাতিল করা হয়েছে।

AUTHOR :Rita Ghosh

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

হাওড়া-শালিমার-খড়্গপুর-থেকে-বাতিল-বহু-ট্রেন!-চলবে-অন্য-পথে Read Next

হাওড়া-শালিমার-খড়্গপুর...