সিকিমে ভয়াবহ ধস
সিকিমে ভয়াবহ ধস। টানা তুষারপাত এবং বৃষ্টিপাতের জেরে পরিস্থিতি প্রতিকূল হয়ে দাঁড়িয়েছে সিকিমের বিস্তীর্ণ অংশে। ছাঙ্গু এলাকায় ধস নেমেছে বলে খবর। ধসের নীচে একাধিক পর্যটকের চাপা পড়ে যাওয়ার আশঙ্কা। ইতিমধ্যেই ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। এই মুহূর্তে সিকিমের ছাঙ্গু এলাকায় প্রায় শতাধিক পর্যটক রয়েছেন। এই ধসের জেরে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে পর্যটকদের মধ্যে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একদিকে তুষারপাত, অপরদিকে বরফের পুরু আস্তরণে ঢাকা পড়েছে রাস্তা। ফলে রাস্তা বন্ধ হয়ে গিয়েছে একাধিক সিকিমের একাধিক পর্যটন স্থলে। পূর্ব সিকিমের ছাঙ্গু, নাথুলা, বাবা মন্দির এলাকায় সম্পূর্ণরূপে বরফে ঢাকা পড়ে গিয়েছে। নাথুলা, হরভজন বাবা মন্দির, জুলুক, গুরুদংমার লেক, ছাঙ্গু লেকের মতো পর্যটন স্থলগুলি বরফে ঢেকে রয়েছে। অসংখ্য পর্যটক সেখানে বেড়াতে গিয়ে বর্তমানে ফেঁসে গিয়েছেন। বরফে ঢাকা সিকিমের একাধিক পর্যটন স্থলের বিস্তীর্ণ এলাকা জুড়ে বিপদের আশঙ্কা দেখা দিয়েছে। সতর্কতা উপেক্ষা করে পর্যটন স্থলগুলিতে গেলে বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে পর্যটকদের। রাস্তায় জমে থাকা বরফের জেরে গাড়ি মাঝপথেই আটকে যাচ্ছে। ফলে গাড়ি চালকরা পর্যটকদের নিয়ে যাওয়ার ক্ষেত্রে ঝুঁকি নিতে নারাজ। ফলে বেড়াতে গিয়েও কার্যত হোটেল বন্দি হয়েই কাটাতে হচ্ছে।
আবহাওয়া দফতরের তরফে সতর্কতা জারি করা বলা হয়েছে, আগামী তিন থেকে চারদিন উত্তর ও পূর্ব সিকিমে ভারী তুষারপাত, ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।