You will be redirected to an external website

Minakshi Mukherjee: বাইকে চড়ে ব্রিগেডের পথে মীনাক্ষী, এদিন ব্রিগেডের মঞ্চে মূল বক্তা তিনিই

Minakshi-Mukherjee:-বাইকে-চড়ে-ব্রিগেডের-পথে-মীনাক্ষী,-এদিন-ব্রিগেডের-মঞ্চে-মূল-বক্তা-তিনিই

বাইকে চড়ে ব্রিগেডের পথে মীনাক্ষী

 মীনাক্ষী (Minakshi Mukherjee) প্রসঙ্গ উঠতেই একযোগে সে কথা বলছেন বঙ্গ বামেরা নেতারা। ক্যাপ্টেনের ব্রিগেড হবে ঐতিহাসিক ব্রিগেড, লেখা থাকবে বঙ্গ রাজনীতির ইতিহাসের পাতায়। এমনটাই বলছেন বাম শিবিরের নেতা-কর্মীরা। মীনাক্ষীর গলায় গ্রাম্য মেঠো টান, অনাড়ম্বর জীবযাপন, তৃণমূল স্তরে নেতা-কর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগ, তাঁর এই ভাবমূর্তি দেখেই অনেকে তাঁর সঙ্গে পায়ে সাদা হাওয়াই চটি, নীল পাড় সাদা শাড়ির মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তুলনা টানেন। অনেকই বলেন মমতার (CM Mamata Banerjee) উত্থানের সঙ্গেও অনেকটাই মিল রয়েছে কুলটির ঘরের মেয়ে মীনাক্ষীর উত্থানের। 

এদিন ব্রিগেডের মঞ্চে মূল বক্তা তিনিই। দুুপুরে ব্রিগেডের উদ্দেশ্যে গেলেন একদম সাদামাট পোশাকে। দিনেশ মজুমদার ভবন থেকে ব্রিগেডের উদ্দেশ্যে যাওয়ার সময় চড়লেন বাইক। বসলেন দলীয় এক কর্মীর বাইকের পিছনে। যা দেখে অনেকেই আবার ফেলে আসার মমতার কথা মনে করেছেন।

এই মমতার বিরুদ্ধে একুশের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে বাম প্রার্থী হয়েছিলেন মীনাক্ষী। শুধু মমতা নন, লড়তে হয়েছিল শুভেন্দুর বিরুদ্ধেও। তবে ৬ হাজারের মাত্র বেশি কিছু ভোট পেয়ে ক্ষান্ত হতে হয়েছিল তাঁকে। কিন্তু, তবুও তার উপর আশা হারায়নি দল। উল্টে আনিস খান ইস্যুতে লাগাতার ফুঁসে উঠতে দেখা গিয়েছিল তাঁকে। জেলেও গিয়েছেন।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Winter-vacation:-আরও-ঠান্ডা-পড়বে,-রাজধানীর-স্কুলে-শীতকালীন-ছুটি-বাড়ল Read Next

Winter vacation: আরও ঠান্ডা পড়বে, ...