ডেঙ্গি রোধে আবাসনের সঙ্গে বৈঠক দক্ষিণ দমদমে
বহুতল বা আবাসনে ডেঙ্গি বা জ্বরে আক্রান্ত হওয়া এবং তার জেরে মৃত্যুর ঘটনা পর্যন্ত ঘটেছিল গত বছরে। একাধিক আবাসনে পর্যবেক্ষণে গিয়ে বিপুল পরিমাণে লার্ভার সন্ধানও পেয়েছিলেন পুরকর্মীরা। এ বছর তাই প্রথম থেকেই মশাবাহিত রোগ প্রতিরোধে জোর বাড়িয়েছে দক্ষিণ দমদম পুরসভা। সেই সূত্রে সম্প্রতি একাধিক আবাসনের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন পুর কর্তৃপক্ষ। সেখানে ডেঙ্গি রুখতে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিনিধিরাও সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে খবর।
চলতি বছরের শুরু থেকে মশা নিয়ন্ত্রণে কাজ শুরু হয়েছে দক্ষিণ দমদমে। যদিও ইতিমধ্যেই দু’মাসে পাঁচ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন বলে পুরসভা সূত্রের খবর। এ ছাড়া সাধারণ জ্বরে আক্রান্ত হওয়ার ঘটনাও রয়েছে। গত বছরের সরকারি হিসাব অনুযায়ী, দক্ষিণ দমদমে সাড়ে তিন হাজারেরও বেশি বাসিন্দা জ্বর এবং ডেঙ্গিতে সংক্রমিত হয়েছিলেন। যদিও বেসরকারি মতে, সেই সংখ্যাটা ছিল প্রায় পাঁচ হাজার। জ্বর এবং ডেঙ্গি মিলিয়ে মৃত্যু হয় আট জনের।
পুর আধিকারিকদের একাংশের কথায়, ‘‘পুর এলাকায় অসংখ্য বহুতল বা আবাসন রয়েছে। গত বছরের অভিজ্ঞতায় দেখা গিয়েছে, বেশ কিছু ক্ষেত্রে সেই সব জায়গায় সচেতনতার অভাব রয়েছে। নিকাশি নালা থেকে শুরু করে বেসমেন্ট, বারান্দায় রাখা টব, ফ্রিজ থেকে শুরু করে একাধিক জায়গায় লার্ভার সন্ধান মিলেছিল।’’