You will be redirected to an external website

বেঙ্গালুরুতে আজ বিরোধীদের মেগা বৈঠক,প্রধান ভূমিকা নিতে পারেন সনিয়া গান্ধী..

বেঙ্গালুরুতে-আজ-বিরোধীদের-মেগা-বৈঠক,প্রধান-ভূমিকা-নিতে-পারেন-সনিয়া-গান্ধী..

বেঙ্গালুরুতে আজ বিরোধীদের মেগা বৈঠক

বিরোধী-জোট গড়ার লক্ষ্যে এবারের বৈঠকে কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী-ই প্রধান ভূমিকা নিতে পারেন বলে সূত্রের খবর। সোমবার নৈশভোজেই এদিনের বৈঠকের একপ্রস্থ রূপরেখা তৈরি করে নিয়েছেন সনিয়া-মমতা সহ বিরোধীরা। ঘরোয়া-কোন্দলে জর্জরিত এনসিপি প্রধান শরদ পাওয়ারের এই বৈঠকে যোগ দেওয়ার কথা ছিল না। দূর থেকেই পাশে থাকার বার্তা দিয়েছিলেন। কিন্তু, শেষ মুহূর্তে তিনি সিদ্ধান্ত বদলেছেন এবং এদিন সকালেই বেঙ্গালুরুতে পৌঁছেছেন অশীতিপর এই রাজনীতিক।

এদিনের বৈঠকে একাধিক সাব কমিটি গঠনের প্রস্তাবের উপর আলোচনা হবে বলে সূত্রের খবর। বিভিন্ন রাজ্যে আসন সমঝোতা ও পারস্পরিক বোঝাপড়া আদৌ সম্ভব কিনা তা খতিয়ে দেখার জন্য সাবকমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া অভিন্ন ন্যূনতম কর্মসূচির খসড়া প্রস্তুত করা, কোন কোন ইস্যু হাতিয়ার করে আগামী দিনে লড়াই হবে তা চিহ্নিত করাই হবে লক্ষ্য। দেশের বিভিন্ন প্রান্তে বড় জনসভার পরিকল্পনা এবং তার বাস্তবায়নের জন্য সাব কমিটি গঠন প্রয়োজন বলে মনে করছেন বিরোধীদের অনেকেই।

এদিন বেঙ্গালুরুর বৈঠকে মোট ২৬টি অবিজেপি দল যোগ দেবে বলে আশা করা হচ্ছে। বিশিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দের যাতায়াতে যাতে কোনও সমস্যা না হয়, সেজন্য যান চলাচলে বিশেষ নিয়ন্ত্রণ এনেছে বেঙ্গালুরু ট্রাফিক পুলিশ।এদিনের বৈঠকে কংগ্রেস নেতৃত্বাধীন অবিজেপি জোট ইউপিএ-র নাম বদল হতে পারে বলেও সূত্রের খবর। এনসিপি প্রধান শরদ পাওয়ার এদিনের বৈঠকে যেতে পারবেন বলে জানিয়েছিলেন। তবে শেষ মুহূর্তে তিনি সিদ্ধান্ত বদলান এবং এদিন সকালেই বেঙ্গালুরুতে পৌঁছেছেন তিনি।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

কালীঘাটের-কাকুর-বুকে-পেসমেকার,-মেডিসিনের-তত্ত্বাবধানে-কাকুকে-এমার্জেন্সি-ওয়ার্ডে-রাখা-হয়েছে Read Next

কালীঘাটের কাকুর বুকে পে...