You will be redirected to an external website

তীব্র তাপমাত্রার জেরেই হলদিয়ায় এক আশ্চর্য আতঙ্ক জনিত ঘটনা!

-তীব্র-তাপমাত্রার-জেরেই-হলদিয়ায়-এক-আশ্চর্য-আতঙ্ক-জনিত-ঘটনা!

তীব্র গরমেই এমন ঝড়ের সৃষ্টি ! প্রতীকী ছবি

উত্তপ্ত তাপের ফলেনাজেহাল রাজ্যবাসী । এই তাপপ্রবাহের কারণেই এক আশ্চর্য আতঙ্ক জনিত ঘটনা , ভূপৃষ্ঠ অত্যাধিক পরিমাণে তেতে ওঠায় হলদিয়ায় সিটি সেন্টার বাস স্ট্যান্ডের কাছে দেখা যায় মেসো টর্নেডো । অত্যাধিক মাত্রায় ভূপৃষ্ঠের বায়ুস্তর উত্তপ্ত হয়ে ওঠায় আশেপাশের ধুলোর কণা নিয়ে তৈরী হয় এক ছোটো মাপের ঘূর্ণীঝড় ।

আশপাশের ধুলোর কণা নিয়ে ঘুরতে থাকে ঘূর্ণি, বেশ কয়েক মিনিট ধরে স্থানীয় হয় মেসো টর্নেডো। বিশেষজ্ঞদের মতে, স্থানীয়ভাবে, আবহাওয়ার তারতম্য়ের কারণেই তৈরি হয় মেসো টর্নেডো।  তীব্র গরমে স্থানীয়ভাবে ভূ-পৃষ্ঠের বায়ুস্তর তেতে ওঠায়, ছোট মাপের এই ঘূর্ণিঝড় তৈরি হয়। পাক খেতে খেতে উল্লম্বভাবে গরম হাওয়া ওপরে ওঠে। পরে শক্তি ক্ষয় করে, তা মিলিয়ে যায়। প্রায় ১৫ থেকে ২০ মিনিট ধরে চলতে থাকে এই ঘূর্ণীঝড় । 

ক্রমশ বাড়ছে তাপমাত্রা। আগামী বুধবার অর্থাৎ ১৯ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গজুড়ে এই ধরনের পরিস্থিতি অব্যাহত থাকতে পারে, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সম্প্রতি কি বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা রয়েছে? এই বিষয়ে আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশ কুমার দাস বলেন, "আপাতত আমাদের কাছে বৃষ্টিপাতের কোনও পূর্বাভাস নেই।"

AUTHOR :

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

'বিনা-কারণে-গরুপাচার-মামলায়-গ্রেফতার-আমাদের-নেতা'‌,-ফের-অনুব্রতর-হয়ে-সওয়াল-ফিরহাদের! Read Next

'বিনা কারণে গরুপাচার মাম...