You will be redirected to an external website

Kolkata Metro: আবার মেট্রোয় আত্মহত্যার চেষ্টা! ব্যস্ত সময়ে দীর্ঘ ক্ষণ বন্ধ পরিষেবা

Kolkata-Metro:-আবার-মেট্রোয়-আত্মহত্যার-চেষ্টা!-ব্যস্ত-সময়ে-দীর্ঘ-ক্ষণ-বন্ধ-পরিষেবা

বৃহস্পতিবার সকালে ব্যস্ত সময়ে বন্ধ হয়ে গেল মেট্রো চলাচল

বৃহস্পতিবার সকালে ব্যস্ত সময়ে বন্ধ হয়ে গেল মেট্রো চলাচল। চরম দুর্ভোগের শিকার হলেন কর্মস্থলের পথে রওনা হওয়া মেট্রো যাত্রীরা। কারণ ১০টা বাজার কিছু আগে মেট্রোরেলের তরফে ঘোষণা করা হল, অনির্দিষ্ট কালের জন্য টালিগঞ্জগামী সমস্ত মেট্রো চলা চল বন্ধ থাকবে।

মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে, গিরীশ পার্কের কাছে এক মেট্রো যাত্রী আত্মহত্যার চেষ্টা করার জন্যই বন্ধ করতে হয়েছে পরিষেবা। যদিও শেষপর্যন্ত তাঁকে বাঁচানো গিয়েছে। সকাল ৯টা ৫৫ মিনিটে মেট্রো কর্তৃপক্ষ খবর পান এই ঘটনার। খোঁজ নিয়ে জানা যায়, ওই যাত্রী একটি মেট্রো রেলেরই প্রথম কামরার সফর করছিলেন। গিরীশ পার্ক মেট্রো স্টেশনের ডাউনলাইনে আচমকাই তিনি ঝাঁপ দেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই বন্ধ করে দেওয়া হয় মেট্রোর পাওয়ার ব্লক। বন্ধ হয়ে যায় টালিগঞ্জগামী মেট্রো রেল চলাচল। ব্যস্ততার সময়ে দুর্ভোগের শিকার হন যাত্রীরা।

তবে মেট্রো সূত্রে খবর, আধ ঘণ্টার মধ্যেই পরিষেবা স্বাভাবিকও হয়ে য়ায়। সকাল ৯ টা ৫৫-এ বন্ধ হওয়ার পর আবার ১০টা বেজে ২০ মিনিটেই আবার শুরু হয় টালিগঞ্জগামী মেট্রো চলাচল।মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, ওই ঘটনার পর ১০টা বেজে ৪ মিনিটে পাওয়ার ব্লক বন্ধ হয়। ১০টা ১২ মিনিটে ওই যাত্রীকে বাঁচানো হয়। 

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

G20-Summit-2023:-বাইডেনের-আগমনে-ত্রিস্তরীয়-নিরাপত্তা-বলয়ে-মোড়া-হচ্ছে-দিল্লিকে Read Next

G20 Summit 2023: বাইডেনের আগমনে ত্...