ফের মেট্রো বিভ্রাট! দক্ষিণেশ্বর-দমদম পর্যন্ত বন্ধ পরিষেবা
থার্ড রেলে সমস্যা৷ বরানগর থেকে দক্ষিণেশ্বর যাওয়ার পথে আটকে গেল রেক৷ দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত বন্ধ রাখা হল মেট্রো চলাচল৷ গত বৃহস্পতিবারই নোয়াপাড়া এবং বরাহনগর স্টেশনের মাঝে আপ লাইনে যান্ত্রিক সমস্যার কারণে বন্ধ রাখা হয় মেট্রো পরিষেবা। দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ থাকায় বিপাকে পড়েছিলেন নিত্যযাত্রীরা।
মেট্রো রেল সূত্রের খবর, এদিন দুপুর ১টা ৫৩ মিনিট থেকে দমদম এবং দক্ষিণেশ্বরের মাঝে মেট্রো পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়৷
গত বৃহস্পতিবারই ওই লাইনে মেট্রো চলাচল বন্ধ থাকায় যাত্রীরা চূড়ান্ত ভোগান্তির শিকার হয়েছিলেন। প্রায় পাঁচ ঘণ্টা পরে স্বাভাবিক হয় দমদম থেকে দক্ষিণেশ্বর লাইনে মেট্রো পরিষেবা।