চলন্ত মেট্রোর সামনে দম্পতির আত্মহত্যার চেষ্টা!
মেট্রোরেল সূত্রে খবর, মঙ্গলবার মেট্রো লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন এক জন পুরুষ এবং এক মহিলা। দুপুর ২টো ২৭ মিনিট নাগাদ এই ঘটনা ঘটে। ওই দু’জন দক্ষিণেশ্বরগামী লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তবে কর্তব্যরত মেট্রোকর্মী এবং আরপিএফ সদস্যদের তৎপরতায় প্রাণে বেঁচে যান তাঁরা।
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, দ্রুত মেট্রোর লাইনে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করে তাঁদের উদ্ধার করা হয়। এই ঘটনার জেরে সাময়িক ব্যাহত হয় মেট্রো পরিষেবা। হয়রানির মুখে পড়তে হয় যাত্রীদের। তবে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, কবি সুভাষ-ময়দান এবং দক্ষিণেশ্বর-দমদম মেট্রো পরিষেবা স্বাভাবিক ছিল।
এই ঘটনার জেরে সাময়িক মেট্রো পরিষেবা বন্ধ থাকে। সেই সময় কবি সুভাষ থেকে ময়দান এবং দক্ষিণেশ্বর থেকে দমদমের মধ্যে পরিষেবা চালু ছিল। তবে সাময়িক ব্যাহতির পর ২.৫৮ মিনিটে ফের মেট্রো চলাচল স্বাভাবিক হয়। বলাই বাহুল্য এইরকম ঘটনায় যাত্রীদের চূড়ান্ত দুর্ভোগ হয়েছে। তবে সাম্প্রতিক ইতিহাসে এই ঘটনা প্রথম নয়। গত ৩ জুনও এরকম ঘটনা প্রত্যক্ষ করেছিল কলকাতা মেট্রো।
জানা যাচ্ছে ওই দম্পতি খড়গপুর ও মেদিনীপুরের বাসিন্দা। তবে সম্প্রতি তাঁরা পাতিপুরে এসে থাকছিলেন। শ্বশুর বাড়িতে। জানা যাচ্ছে যে, শ্বশুরের চিকিৎসার বিরাট খরচ সামলাতে না পারায় ওই ব্যক্তি ডিপ্রেশনে ভুগছিলেন। তাই তাঁরা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিলেন। আত্মহত্যা রুখতে মেট্রোর তরফে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি স্টেশনে এলইডি স্ক্রিনে আত্মহত্যা কমানোর জন্য বিশেষ প্রচারও চালানো হয়েছে। মানসিক সমস্যায় জর্জরিত ব্যক্তির সাহায্যের জন্য হেল্পলাইন নম্বরও দেওয়া হয়েছে। তবে এত কিছুর পরেও কিন্তু মেট্রোয় আত্মহত্যার ঘটনা রোখা যাচ্ছে না। নিরাপত্তাকে বুড়ো আঙুল দেখিয়েই বারবার এরকম ঘটনা ঘটছে।