রবিবার রদবদল মেট্রোর সময়সূচি । সংগৃহীত ছবি
ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার্থীদের সুবিধার্থে নির্দিষ্ট সময়ের ১ ঘণ্টা আগে রবিবার মেট্রো পরিষেবা শুরু হবে। রবিবার সরকারি চাকরির পরীক্ষা থাকায় ওই পরীক্ষার্থীদের উদ্দেশ্যেই সকাল ৮টা থেকেই মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছেন রেল কর্তৃপক্ষ। সাধারণত রবিবার সকাল ৯টায় মেট্রো পরিষেবা শুরু হয়।
রবিবার ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস-এর পরীক্ষা রয়েছে। তাই পরীক্ষার্থীদের যাতায়াতে যাতে কোনও অসুবিধা না হয় এবং ভিড় সামাল দিতে রবিবার নির্দিষ্ট সময়ের ১ ঘণ্টা আগে মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কবি সুভাষ এবং দক্ষিণেশ্বর স্টেশনে সকাল ৮টায় প্রথম মেট্রো ছাড়বে।
একই সঙ্গে রবিবার দুপুর ২টো ৪৫ মিনিট থেকে রাত ৮টা ৪৫ মিনিট পর্যন্ত ১০ মিনিট অন্তর মেট্রো চালানো হবে। অতীতে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক-সহ বিভিন্ন পরীক্ষার জন্য অতিরিক্ত মেট্রো চালিয়েছিলেন কর্তৃপক্ষ।