You will be redirected to an external website

ইডেনে আইপিএলের দিনগুলিতে এসপ্ল্যানেড থেকে বিশেষ ট্রেন চালাবে মেট্রো

ইডেনে-আইপিএলের-দিনগুলিতে-এসপ্ল্যানেড-থেকে-বিশেষ-ট্রেন-চালাবে-মেট্রো

এসপ্ল্যানেড থেকে বিশেষ ট্রেন চালাবে মেট্রো

আইপিএল শুরু হয়ে গিয়েছে। এই টুর্নামেন্ট ঘিরে উত্তেজনায় ফুটছে গোটা কলকাতা। বৃহস্পতিবার ইডেনে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে নামবে কলকাতা নাইট রাইডার্স। শহর এবং শহরতলি থেকে প্রচুর দর্শক আসবেন ইডেনে। প্রতি বছর আইপিএলের ম্যাচগুলিতে যেমনটা হয়ে থাকে। তাই অগণিত ক্রীড়াপ্রেমী এবং মেট্রো যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই বাড়তি পরিষেবার সিদ্ধান্ত নিয়েছেন কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ।

মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক (সিপিআরও) কৌশিক মিত্র বলেন, “আমরা বিশেষ ট্রেন পরিষেবা চালাব আইপিএল ম্যাচ শেষ হয়ে যাওয়ার পরে। প্রত্যেকটি ম্যাচ শেষ হওয়ার পরে এই ট্রেন চালানো হবে।” আগামী ৬, ১৪, ২৩ এপ্রিল এবং ৮, ১১ এবং ২০ মে-তে আইপিএলের ম্যাচ রয়েছে ইডেনে। সিপিআরও জানিয়েছেন, ম্যাচের এই দিনগুলিতে এসপ্ল্যানেড থেকে রাত ১২টা থেকে সেই বিশেষ ট্রেন পরিষেবা চালানো হবে।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Market-Price:-পটলের-দাম-বেড়ে-ফের-80-টাকা!-মাছের-বাজারেও-ছ্যাঁকা-আমজনতার Read Next

Market Price: পটলের দাম বেড়ে ফের...