You will be redirected to an external website

জনবহুল এলাকায় মাইক নিষিদ্ধ, শপথ নিয়েই ঘোষণা মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর

জনবহুল-এলাকায়-মাইক-নিষিদ্ধ,-শপথ-নিয়েই-ঘোষণা-মধ্যপ্রদেশের-মুখ্যমন্ত্রীর

ধর্মস্থানে এবং জনবহুল এলাকায় মাইক নিষিদ্ধ

মধ্যপ্রদেশে ধর্মীয় স্থান এবং জনবহুল এলাকায় মাইক বাজানো নিষিদ্ধ, শপথ গ্রহণের পর প্রথম বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মোহন যাদব। গত ১১ ডিসেম্বর মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে তাঁকে বেছে নেয় বিজেপি। বুধবার তিনি শপথ গ্রহণ করেছেন। তার পরেই জানিয়ে দিয়েছেন, তাঁর রাজ্যে সমস্ত ধর্মস্থান এবং জনবহুল এলাকায় মাইক নিষিদ্ধ।

বুধবার নিজের দফতরে প্রথম কাজ শুরু করেছেন মোহন। তার আগে নিজের মতো করে ছোটখাটো পুজোর আয়োজনও করেছিলেন। শপথ গ্রহণের দিনেই মাইক নিষিদ্ধ করার মতো বড় ঘোষণা করে মুখ্যমন্ত্রী হিসাবে তিনি কতটা তৎপর, তা-ই প্রমাণ করলেন বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ।

মধ্যপ্রদেশে মুখ্যমন্ত্রী হিসাবে মোহনের নাম ঘোষণার পরে শেষ হয়েছে শিবরাজ সিংহ চৌহানের জমানা। উজ্জয়িনী-দক্ষিণ কেন্দ্রের তিন বারের বিধায়ক মোহন বিদায়ী মন্ত্রিসভার শিক্ষমন্ত্রী ছিলেন। ৫৮ বছরের অনগ্রসর (ওবিসি) নেতা মোহনকে মধ্যপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে বেছে নেওয়ার মধ্যে বিজেপির জাতপাতের অঙ্ক কাজ করেছে বলে মনে করা হচ্ছে।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Madan-Mitra:-মদনের-সফল-অস্ত্রোপচার-এসএসকেএম-হাসপাতালে Read Next

Madan Mitra: মদনের সফল অস্ত্রোপ...