You will be redirected to an external website

সরকারি স্কুলে মিড ডে মিলের খাবার খেয়ে অসুস্থ ২১ পড়ুয়া,খাবারে মিলেছে মরা টিকটিকি

সরকারি-স্কুলে-মিড-ডে-মিলের-খাবার-খেয়ে-অসুস্থ-২১-পড়ুয়া,খাবারে-মিলেছে-মরা-টিকটিকি

মিড ডে মিলে মরা টিকটিকি!

কাধিক স্কুলে মিড ডে মিলের জন্য রান্না করা খাবারে কখনও মিলেছে সাপের বাচ্চা, কখনও মিলেছে মরা টিকটিকি। যা দেখে চোখ কপালে ওঠার জোগার সকলের। বাংলাতেও বিভিন্ন সময় এমন ঘটনার খবর প্রকাশ্যে এসেছে। এবার মহারাষ্ট্রের একটি সরকারি স্কুলে মিড ডে মিলে মিলল মরা টিকটিকি।খাওয়ার পর বেশ কয়েকজন পড়ুয়া অসুস্থ বোধ করা হয় তড়িঘড়ি তাদের হাসপাতালে ভর্তি করা হয়। ৮৬ পড়ুয়ার মধ্যে অসুস্থ হয়ে পড়ে ২১ জন। ওই ২১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খেতে বসে পাতে মরা টিকটিকি দেখতে পায় স্কুলেরই এক পড়ুয়া। ১৫ মে-এর ঘটনা। সঙ্গে সঙ্গে শিক্ষকদের বিষয়টি জানায় সে। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গেই সেদিনের মিড ডে মিল বন্ধ করে দেওয়া হয়। ৩৬ পড়ুয়া অসুস্থ হয়ে পড়তে তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়। সদর হাসপাতালের এক চিকিৎসক জানান, প্রাথমিক চিকিৎসার পর ওই ৩৬ পড়ুয়াকে ছেড়ে দেওয়া হয়। ঘটনার কথা শুনেই তড়িঘড়ি সেদিন হাসপাতালে ছুটে যান মহকুমা শাসক (SDM) সঞ্জয়কুমার রাই। শিশুদের স্বাস্থ্যের খোঁজ নেন তিনি। মহকুমা শাসক জানান, ৪০ জন পড়ুয়া মিড ডে মিলের খাবার খেয়েছিল। তার মধ্যে ৩৬ পড়ুয়া অসুস্থ হয়ে পড়ে।

স্কুলের প্রধান শিক্ষক সুমার কুমার জানান, 'এনজিও পড়ুয়াদের খাবার সরবরাহ করে। একজন পড়ুয়া আমাদের জানায় তার পাতে টিকটিকি পড়েছে। কিছুক্ষণ পরেই অসুস্থ হয়ে পড়ে ৩৬ জন পড়ুয়া। আমরা সঙ্গে সঙ্গেই তাদের চিকিৎসার জন্য সদর হাসপাতালে নিয়ে যাই। পড়ুয়ারা এখন সুস্থ রয়েছে।'

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Mamata-Banerjee:-চোট-পাওয়ার-ছ’দিন-পরে-ফের-ভোট-প্রচারে-মুখ্যমন্ত্রী Read Next

Mamata Banerjee: চোট পাওয়ার ছ’দিন প...