মৃদু তীব্রতার ভূমিকম্পে কাঁপল! প্রতীকী ছবি
মৃদু তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল হরিয়ানার ঝাজ্জর জেলা। মঙ্গলবার সকাল ৭.০৮ মিনিট নাগাদ ঝাজ্জর জেলায় হালকা কম্পাঙ্কের ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল মাত্র ২.৫।
হরিয়ানা সহ একাধিক জায়গায়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল২.৫ । ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল হরিয়ারানার ঝাজ্জর থেকে ১২ কিলোমিটার দূরে। ভূপৃষ্ঠ থেকে ৫ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎসস্থল। ভূমিকম্প অনুভূত হয়। মঙ্গলবার সকাল ৭.০৮ মিনিট কয়েক সেকেন্ড স্থায়ী ছিল এই কম্পন।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, মঙ্গলবার সকাল ৭.০৮ মিনিট নাগাদ হরিয়ানার ঝাজ্জর জেলায় ২.৫ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের উৎসস্থল ছিল ঝাজ্জর থেকে মাত্র ১২ কিলোমিটার উত্তর ও উত্তর-পূর্বে, গুরুগ্রাম থেকে ৪২ কিলোমিটার উত্তর-পশ্চিমে, ভূপৃষ্ঠের মাত্র ১২ কিলোমিটার গভীরে। ২৮.৭১ অক্ষাংশ ও ৭৬.৭০ দ্রাঘিমাংশ।