You will be redirected to an external website

Joe Biden: বাইডেনকে বিমানবন্দরে স্বাগত জানাবেন মন্ত্রী ভিকে!

Joe-Biden:-বাইডেনকে-বিমানবন্দরে-স্বাগত-জানাবেন-মন্ত্রী-ভিকে!

বাইডেনকে বিমানবন্দরে স্বাগত জানাবেন মন্ত্রী ভিকে!

শুক্রবার সন্ধ্যায় দিল্লি বিমানবন্দরে পুরোদস্তুর কূটনৈতিক প্রোটোকল মেনেই আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনকে স্বাগত জানাতে যাবেন অসামরিক বিমান পরিবহণমন্ত্রী জেনারেল (অবসরপ্রাপ্ত) ভিকে সিংহ। বিদেশ মন্ত্রক সূত্রে এ খবর জানানো হয়েছে। বাইডেনের পাশাপাশি জি২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে আসা চিনা প্রধানমন্ত্রী লি কিয়াংকেও দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানাতে হাজির থাকবেন ভিকে।

নয়াদিল্লির প্রগতি ময়দানের ভারত মণ্ডপম কনভেনশন সেন্টারে জি২০ শীর্ষ সম্মেলন শুরুর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক পার্শ্ববৈঠক করবেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। বিদেশ মন্ত্রক সূত্রের খবর, শুক্রবার সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে বাইডেনের বিমান দিল্লি বিমানবন্দরে নামবে। সেখান থেকে তিনি যেতে পারেন আইটিসি মৌর্য শেরাটনে। বাইডেন এবং তাঁর প্রতিনিধি দলের জন্য হোটেলের প্রায় ৪০০টি ঘর ভাড়া নেওয়া হয়েছে। 

২০১৭ সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে প্রোটোকল ভেঙে দিল্লি বিমানবন্দরে হাজির হয়েছিলেন মোদী। ২০১৮-য় ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকেও মোদী নিজেই বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে গিয়েছিলেন। জি২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে আসা রাষ্ট্রনেতাদের জন্য অবশ্য প্রোটোকল মেনেই পদক্ষেপ করা হচ্ছে।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

G20-Summit-2023:-দিল্লিতে-মুখ্যমন্ত্রী-মমতা-থাকবেন-চাণক্যপুরীর-নতুন-বঙ্গভবনে Read Next

G20 Summit 2023: দিল্লিতে মুখ্যমন...