ঝাটি দাগায় ব্যবসার দোকান লুঠ করল দুষ্কৃতীরা ।ছবি : নিজস্ব
নিজস্ব সংবাদদাতা : গতরাতে রাণীগঞ্জ থানার রাজাবাঁধ, ঝাটি দাগায় ব্যবসার দোকান লুট করেছে দুর্বৃত্তরা,এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।ঘটনা সুত্রে জানা যায়,অন্ধকার থাকার ফলে দুষ্কৃতীদের কর্মকাণ্ড টের পায়নি স্থানীয়রা।
স্থানীয় লোকজনের অভিযোগ, গত চার-পাঁচ মাসে এ এলাকায় এমন অনেক ঘটনা ঘটেছে।এ ঘটনায় রাণীগঞ্জ থানার পুলিশকে অবহিত করা হয়।দুর্বৃত্তরা ব্যবসা প্রতিষ্ঠানে দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। শাটার ভেঙ্গে দোকান থেকে চাল,ডাল,মুদি,তেল সহ হাজার হাজার টাকা লুট হয়েছে।
স্থানীয় লোকজনের অভিযোগ, গত চার-পাঁচ মাসে এ এলাকায় এমন অনেক ঘটনা ঘটেছে।দোকান মালিক রাহুল গড়াই জানান, আমার দোকান ভাঙচুর করে লুটপাট হয়েছে বলে আমরা খবর পেয়েছি।পুলিশকে জানিয়েছি...